বালুরঘাট: হাসপাতাল থেকে শিশু চুরি করে পালাতে গিয়ে কর্তব্যরত নার্সদের হাতে ধরা পড়লেন দুই মহিলা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় হাসপাতাল চত্ত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত দুই মহিলাকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ।
জানা গিয়েছে, নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে এদিন রাতে দুই মহিলা মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে। সেখানে ঢুকে একটি সদ্যজাত শিশুকে চুরি করা পালানোর চেষ্টা করে দুই মহিলা। বিষয়টি নজরে আসতেই দুই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন ওয়ার্ডের কর্তব্যরত নার্সেরা। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় শিশুটি। এরপর দুই মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মদ্যপ দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কোলে আরও একটি শিশু ছিল। দুজনেই অসংলগ্ন কথাবার্তা বলছিল। ঠিক কি ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানা পুলিশ। তবে এখনও পর্যন্ত এনিয়ে জেলা হাসপাতালের পক্ষ থেকে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এদিকে এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। খোদ হাসপাতাল সুপার বিভিন্ন ওয়ার্ডে ফোন করে সতর্ক করেছেন কর্মীদের। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি এজেন্ট থেকেও নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছেন। এদিকে পুলিশ ধৃত দুজনের নাম পরিচয় জানার চেষ্টা করছে।

