রাজ্য

Attempted murder | কটূক্তির প্রতিবাদ করাই অপরাধ, ধারালো অস্ত্রের কোপ যুবকের গলায়, অভিযুক্ত পলাতক

রায়গঞ্জঃ এক যুবককে ধারালো অস্ত্রের সাহায্যে হত্যার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের লক্ষণীয়া এলাকায়। আহত যুবকের নাম রামচন্দ্র মাহাতো(২৭)। গুরুতর জখম অবস্থায় রামচন্দ্রকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা। জখম রামচন্দ্রের অভিযোগ, তাঁকে হত্যার চেষ্টা করেছে সন্দীপ মাহাতো নামে প্রতিবেশী যুবক। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

রামচন্দ্রের কথা অনুযায়ী, শুক্রবার রাতে প্রতিবেশী যুবক সন্দীপ মাহাতো তাঁর দাদা গণেশ পালের সম্পর্কে কটূক্তি করছিল। সেই কটূক্তির প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে সে ঝাঁপিয়ে পড়ে। গলা ও শরীরের একাধিক জায়গায় অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। তাতেই তিনি গুরুতর জখম হন।

আহত রামচন্দ্রের দাদা গণেশ পাল জানান, তিনি বাড়িতে ছিলেন না। হঠাৎ ভাইয়ের এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। তবে কী কারণে তাঁর ভাইয়ের গলায় ছুরি মারা হল সে বিষয়ে ধন্দে তিনি। তবে সন্দীপের সঙ্গে তাঁর কোনও বিবাদ ছিল না বলে জানান তিনি। তাঁর দাবি, ভাই সক্রিয় তৃণমূল কর্মী। এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য থাকলেও থাকতে পারে।

স্থানীয় বাসিন্দা অরুণ কুমার পাল বলেন, ‘অভিযুক্ত সন্দীপ মাহাতো এলাকায় সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত। শুক্রবার রাতে ওই যুবকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটার পরই তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করি।’

এদিকে, এই ঘটনার পর অভিযুক্ত যুবক সন্দীপের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা। খবর পেয়ে মেডিকেল কলেজে যান রায়গঞ্জ থানা আইসি বিশ্বাশ্রয় সরকার। তিনি পরিবারের লোকের সঙ্গে কথা বলেন। তবে কী কারণে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

বক্সিরহাট, ২৬ জুন: আন্তর্জাতিক মাদক বর্জন দিবসের আগেই সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ। পাচারের পথে…

12 mins ago

Kenya | অগ্নিগর্ভ কেনিয়া, জ্বলল সংসদ, মৃত্যু ৫ জনের, ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতা জারি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ কেনিয়া (Kenya)। মূল্যবৃদ্ধি ও বেকারত্বের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে জেরবার জনগণ।…

24 mins ago

Om Birla | ধ্বনি ভোটে জয়, টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

নয়াদিল্লি: ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত…

40 mins ago

Balurghat | আত্রেয়ীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ব্যক্তি, চলছে উদ্ধারকাজ

বালুরঘাট: আত্রেয়ীতে(Atreyi) সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ব্যক্তির নাম…

56 mins ago

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে…

2 hours ago

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে…

3 hours ago

This website uses cookies.