রাজ্য

মৃত্যুর কারণ গোপন করে সৎকারের চেষ্টা, শ্মশান থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

আসানসোলঃ এবার শ্মশান থেকে এক যুবকের দেহ ফিরিয়ে নিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাল পুলিশ। রবিবার সকালে এমনই ঘটনা ঘটেছে আসানসোলের রানিগঞ্জে। মৃত ব্যক্তির নাম রাহুল ভূঁইয়া (১৯)। রানিগঞ্জ থানার টিরাট কোলিয়ারির বাসিন্দা। পেশায় দিনমজুর। এদিন সকালে ছাদ ঢালাইয়ের কাজ করার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। দেহটি ময়নাতদন্ত না করিয়েই দাহ করাতে গেলে পুলিশ বাধা দেয়। পরে দেহটি উদ্ধার করে রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, আসানসোলের রানিগঞ্জ থানার জেমারি গ্রাম পঞ্চায়েতের চলবলপুরের কেএলএস কলোনিতে স্বপন বাউরি নামের এক ইসিএল কর্মী নিজের বাড়ির সামনে একটি একতলা বাড়ি তৈরীর কাজ করছেন। রবিবার সকালে সেই বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। সেখানে দিনমজুর হিসেবে কাজ করছিলেন রানিগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের তিরাট কোলিয়ারির বাসিন্দা বছর ১৯ এর রাহুল ভূঁইয়া। সেই কাজের সময় ঐ বাড়ির উপরের অংশ দিয়ে যাওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ বাহী তারের সংস্পর্শে চলে আসে রাহুল। সঙ্গে সঙ্গে সে সেখানে অচৈতন্য অবস্থায় পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। পরে এই মৃত্যুর ঘটনাকে গোপন করে রাহুল ভূঁইয়ার বাড়ির লোকেরা মৃতদেহটি সৎকারের জন্য দামোদর নদী লাগোয়া তিরাট শ্মশানে নিয়ে চলে যায়। এই ঘটনার খবর কোনওভাবে পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে যায়। এরপর নিমচা ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি ঐ শ্মশানে পৌঁছে উদ্ধার করে যুবকের মৃতদেহ। পরে পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনার পর থেকেই যে বাড়িতে এই নির্মাণের কাজ চলছিল সেই বাড়ির মালিকের খোঁজ পাওয়া যায়নি। পরে বাড়ির মহিলা সদস্যরা এই দুর্ঘটনার কথা জানান পুলিশকে।

প্রসঙ্গতঃ, পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরীর ক্ষেত্রে বিভিন্ন নিয়ম-নীতি মেনে বাড়ি তৈরি করতে হয়। সে সকল নিয়ম-নীতিকে কোন তোয়াক্কা না করেই এই নির্মাণের কাজ চলছিল বলে অভিযোগ। কোন নিরাপত্তা ছাড়াই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎবাহী তারের নিচেই এ ধরনের নির্মাণ কাজ করার জেরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলেই অনুমান স্থানীয় প্রত্যক্ষদর্শীদের। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঢালাইয়ের কাজ করার সময় অসাবধানতার কারণে ঐ যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। পুলিশ জানায়, যুবকের পরিবারের তরফে কোন অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Dengue | ডেঙ্গি মোকাবিলায় আগাম সতর্কতা, স্কুল, কলেজ সাফাই করবে পুরনিগম

রাহুল মজুমদার, শিলিগুড়ি: ডেঙ্গি (Dengue) পরিস্থিতি মোকাবিলায় এবার কোমর বেঁধে নামতে চাইছে পুরনিগম। শহরের সমস্ত…

22 seconds ago

CM Mamata Banerjee | ‘নাগরিকত্ব দেওয়ার নাম করে টাকা তুলছেন শান্তনু ঠাকুর’, বড় অভিযোগ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একজন দলের প্রাক্তন কর্মী, অন্যজন বিজেপির প্রতিমন্ত্রী। কোন রাখঢাক না রেখে…

6 mins ago

Mamata Banerjee | ‘সিপিএমের হার্মাদরাই এখন বিজেপিতে’, বনগাঁয় আক্রমণ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সিপিএমের হার্মাদরাই এখন বিজেপিতে।’ মঙ্গলবার বনগাঁয় (Bangaon) সভা থেকে সন্দেশখালি (Sandeshkhali…

16 mins ago

PM Narendra Modi | গঙ্গারতির পর কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসীতে মনোনয়ন পেশ মোদির, লক্ষ্য হ্যাটট্রিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাসমারোহে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার…

16 mins ago

Cannes Film Festival | শুরু হচ্ছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব, ভারতকে প্রতিনিধিত্ব কিয়ারার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হচ্ছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। এবছর ভারতকে প্রতিনিধিত্ব করতে চলেছেন…

22 mins ago

Delhi | ফের দিল্লির একাধিক হাসপাতালে বোমাতঙ্ক! তল্লাশি অভিযান বম্ব স্কোয়াডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগেই দিল্লির (Delhi) একাধিক স্কুল বোম মেরে উড়িয়ে দেওয়ার…

31 mins ago

This website uses cookies.