মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Sukanta Majumder | লন্ডনের প্রতিবাদী চিকিৎসকের সঙ্গে দেখা করার চেষ্টা! দিনভর লালবাজারে আটক সুকান্ত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা চিকিৎসকের সঙ্গে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) দেখা করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর। এদিন ওই চিকিৎসক রজতশুভ্র মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ওই চিকিৎসকের বাড়ি। কিন্তু পুলিশ সুকান্ত মজুমদারকে ভবানীপুরেই আটকে দেয়।

সুকান্ত মজুমদারের দাবি, পুলিশ জানায় চিকিৎসক বাড়িতে নেই, যাওয়া যাবে না। যদিও বিজেপি জানায়, চিকিৎসক বাড়িতেই রয়েছেন। সুকান্ত মজুমদারকে সব কিছু জানাবেন বলে  এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। নিজেদের দাবির স্বপক্ষে ভিডিও দেখায় বিজেপি। কিন্তু তাতেও টানাপোড়েন শেষ হয়নি। অগত্যা ওই চিকিৎসক নিজেই সুকান্তর সঙ্গে দেখা করতে আসেন। তখনই পুলিশ সুকান্ত মজুমদার ও ওই চিকিৎসককে আটক করে লালবাজারে নিয়ে যায়। যা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। সব মিলিয়ে মোট ২৫ জনকে আটক করা হয়। পরে চিকিৎসক রজতশুভ্র মজুমদার সহ আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া হয়।

সুকান্ত দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাপিয়ে গিয়েছেন। ওই চিকিৎসক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন, তাই তাঁর জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। একজন ডাক্তারবাবু যিনি ৩০ বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন। তাঁর প্রতি কী ট্রিটমেন্ট হওয়া উচিত ?’

চিকিৎসক রজতশুভ্র মজুমদার বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল আমাদের। আমার মা বাড়িতে ওঁর জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ টিভিতে দেখে মা কেঁদে ফেলেছেন। বলেছেন, ওঁকে আসতে বারণ কর।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

PM Narendra Modi | বঙ্গ সফরে অঘোষিত ‘রোড শো!’ রাজ্যবাসীর মন পেতে নয়া কৌশল নরেন্দ্র মোদির?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly...

Second Farakka Bridge | পুজোর আগে ফরাক্কার দ্বিতীয় সেতু

সেনাউল হক, কালিয়াচক: করোনা পরিস্থিতি, চিনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন-...

Shoaib Bashir | লর্ডস টেস্টে সিরাজকে আউট করেছিলেন, এবার দল থেকেই ছিটকে গেলেন সেই শোয়েব বশির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লর্ডস টেস্টে সিরাজের উইকেটটি নিয়ে...

Bengal Safari | সাফারি পার্কে নতুন তিন ‘তনয়’ সিংহী তনয়ার

রাহুল মজুমদার, শিলিগুড়ি : শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে খুশির...