উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা চিকিৎসকের সঙ্গে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) দেখা করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর। এদিন ওই চিকিৎসক রজতশুভ্র মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ওই চিকিৎসকের বাড়ি। কিন্তু পুলিশ সুকান্ত মজুমদারকে ভবানীপুরেই আটকে দেয়।
সুকান্ত মজুমদারের দাবি, পুলিশ জানায় চিকিৎসক বাড়িতে নেই, যাওয়া যাবে না। যদিও বিজেপি জানায়, চিকিৎসক বাড়িতেই রয়েছেন। সুকান্ত মজুমদারকে সব কিছু জানাবেন বলে এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। নিজেদের দাবির স্বপক্ষে ভিডিও দেখায় বিজেপি। কিন্তু তাতেও টানাপোড়েন শেষ হয়নি। অগত্যা ওই চিকিৎসক নিজেই সুকান্তর সঙ্গে দেখা করতে আসেন। তখনই পুলিশ সুকান্ত মজুমদার ও ওই চিকিৎসককে আটক করে লালবাজারে নিয়ে যায়। যা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। সব মিলিয়ে মোট ২৫ জনকে আটক করা হয়। পরে চিকিৎসক রজতশুভ্র মজুমদার সহ আটক বিজেপি কর্মীদের ছেড়ে দেওয়া হয়।
সুকান্ত দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারকেও ছাপিয়ে গিয়েছেন। ওই চিকিৎসক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন, তাই তাঁর জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। একজন ডাক্তারবাবু যিনি ৩০ বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন। তাঁর প্রতি কী ট্রিটমেন্ট হওয়া উচিত ?’
চিকিৎসক রজতশুভ্র মজুমদার বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল আমাদের। আমার মা বাড়িতে ওঁর জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ টিভিতে দেখে মা কেঁদে ফেলেছেন। বলেছেন, ওঁকে আসতে বারণ কর।’