ক্যানবেরা: গত মরশুমটা একেবারইে ভালো যায়নি সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের। ২০১৭ সালের পর প্রথমবার একটিও গ্র্যান্ড স্ল্যাম ছাড়া মরশুম শেষ করেছেন তিনি। তবে ব্যর্থতা ভুলে ফের ছন্দে ফিরতে মরিয়া এই সার্বিয়ান তারকা। সেই লক্ষ্যে প্রাক্তন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে নিজের কোচ হিসেবে বেছে নিয়েছেন। মারের অধীনেই আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে ৩৭ বছরের তারকাকে। পয়া অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে নোভাক বলেছেন, ‘এই বছর আগের থেকে আরও ভালো পারফরমেন্স করব। আমি টেনিস ভালোবাসি এবং এখনও খেলাটাকে উপভোগ করছি। তরুণ টেনিস খেলোয়াড়দের সঙ্গে লড়াই করতে তৈরি রয়েছি।’ কেরিয়ারে মোট ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। তারমধ্যে দশটি অস্ট্রেলিয়ান ওপেন। এবার সেই সংখ্যাটা বাড়ে কিনা সেটাই দেখার।