রায়গঞ্জ: রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের রূপাহার প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র বসেছে জুয়ার আসর। প্রাথমিক বিদ্যালয়ের এহেন চিত্র দেখে রীতিমতো ক্ষুব্ধ শিক্ষাবিদ থেকে শুরু করে এলাকাবাসীরা। এনিয়ে স্থানীয়দের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।
শিক্ষাবিদ তপন ব্রহ্ম বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে কখনও জুয়ার আসর বসতে পারে না। যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া স্কুলের পড়ুয়াদের মধ্যে এহেন চিত্র দেখলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বিষয়টি শিক্ষা দপ্তরের দেখা উচিত।’ উত্তর দিনাজপুর জেলা নাগরিক কমিটির সম্পাদক তপন চৌধুরী বলেন, ‘দুটি শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়গুলি বন্ধ থাকায় বিদ্যালয়গুলির অবস্থা দেখলে মনে হয় স্কুলঘর নয় খামারবাড়ি। স্কুল ক্যাম্পাসে কখনও জুয়ার আসর বসতে পারে না। এভাবে সরকারি সম্পত্তি ব্যবহার করা যায় না। এছাড়াও স্কুলের এহেন হাল দেখলে খুদে পড়ুয়াদের মধ্যেও প্রভাব পড়বে। শীঘ্রই বিষয়টি নিয়ে জেলা শিক্ষা দপ্তরকে আর্জি জানাচ্ছি।’ ওই স্কুলের প্রধান শিক্ষক মানিক নস্কর বলেন, ‘আমি প্রতিদিনই একবারের জন্য স্কুলে যাই। কিছুক্ষণ স্কুলেই থাকি। তখন দেখতে পাই না তবে স্কুল ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটলে পরবর্তীতে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। স্কুলের চারিদিকে প্রাচীর না থাকায় এই সমস্যা।’ বীরঘই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসো চোরে বলেন, ‘এই ধরনের ঘটনা কাম্য নয় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’