উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শান্তি কি আদৌ ফিরতে চলেছে বাংলাদেশে? শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গোটা বাংলাদেশ জ্বলছে। পরিস্থিতি সামলাতে হাসিনার আলোচনার ডাক প্রত্যাখান করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশজুড়ে চলছে অসহযোগ আন্দোলন। সূত্রের খবর এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। সেনাস্তরে সিদ্ধান্ত হয়েছে ছাত্র-জনতার উপর কোনও ধরনের শক্তি প্রয়োগ করা হবে না। আন্দোলনকারীদের একাংশের দাবি অনুযায়ী, সরকারকে পদত্যগে বাধ্য করে নোবেল প্রাপক ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে পারে। আন্দোলনকারীরা জানিয়েছেন, এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে আর কখনও কোনও ধরনের স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।”