কলকাতা: ট্যাবের পর আবাস যোজনার (Awas Yojana) টাকাও ব্যাংক থেকে লুট হয়ে যাচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহেই রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের ২ জন উপভোক্তাকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ফোন করে তাঁদের মোবাইল ফোনে যাওয়া ওটিপি নম্বর (OTP) জানতে চাওয়া হয়। সেই নম্বর বলার পরই তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে নবান্ন। আবাস যোজনার টাকা যাতে লোপাট না হয়, তার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ওই নির্দেশিকা যাতে উপভোক্তারা জানতে পারেন, তার জন্য জেলা শাসকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। এজন্য গ্রামে গ্রামে প্রচার করতেও বলা হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার উপভোক্তাদের সতর্ক করে দিতে হবে, তাঁরা যেন কাউকে ওটিপি না বলেন। একইসঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর কাউকে জানাতে নিষেধ করা হয়েছে। সরকারি আধিকারিকরা এই ধরনের ফোন যে উপভোক্তাদের করবেন না, তাও বলে দিয়েছে নবান্ন। গ্রামের মানুষ যাতে এই ব্যাপারে সতর্ক হন, তার জন্য জেলা শাসকদের বিশেষ প্রচারাভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ঘটনার তদন্ত করতে রাজ্য পুলিশের সাইবার সেলকেও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মনে করছে, উপভোক্তাদের নামের তালিকা জানার পরই সাধারণ সাইবার জালিয়াতির মতোই ওটিপির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।