সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Awas yojana | নাম নেই আবাস তালিকায়, জয়েন্ট বিডিও’র গাড়ি তাড়া বঞ্চিতদের

শেষ আপডেট:

সৌম্যজ্যোতি মণ্ডল, চাঁচল: আবাসের চূড়ান্ত তালিকায় নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল চঁাচলের কলিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীগাছিতে। চক্রান্তের অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। সার্ভের জন্য জয়েন্ট বিডিও যেতেই ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। জয়েন্ট বিডিও’র গাড়ি তাড়া করেন বঞ্চিত উপভোক্তারা। মঙ্গলবারের এই ঘটনায় সরব হয়েছেন উপভোক্তারা।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, তঁাদের কঁাচাবাড়ি রয়েছে। দিন আনা দিন খাওয়া সংসার। ২০১৮ সালের তালিকায় প্রত্যেকের নাম ছিল। আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর তঁাদের বাড়িতে তিনবার সার্ভে হয়। কিন্তু চূড়ান্ত মুহূর্তে তঁাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। এদের মধ্যে কারও অভিযোগ, তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার হয়ে তঁার স্বামী অচিন্ত্য দাস সার্ভে শুরু হওয়ার সময় অনেকের কাছ থেকে দুই হাজার টাকা করে নিয়েছিলেন। পরবর্তীতে তঁার ঘনিষ্ঠ এলাকার তৃণমূল সমর্থকদের নাম রয়েছে তালিকায়, যঁাদের অনেকের পাকাবাড়ি রয়েছে। কিন্তু বঞ্চিত উপভোক্তারা কংগ্রেস করায় তঁাদের সঙ্গে বঞ্চনা হয়েছে বলেও অভিযোগ। তঁাদের আশঙ্কা, একটা বড় মাপের দুর্নীতি হয়েছে আবাসের তালিকা নিয়ে। স্থানীয় বাসিন্দা দুলাল দাসের অভিযোগ, ‘তালিকা তৈরির ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে।’

আরেক স্থানীয় অজিত দাসের দাবি, ‘আমাদের কঁাচাবাড়ি রয়েছে কিন্তু কংগ্রেস করি বলে আমাদের নাম বাদ দেওয়া হয়েছে।’ তঁার আরও বক্তব্য, ‘প্রথমে পঞ্চায়েত সদস্যার স্বামী দুই হাজার টাকা করে নিয়েছিলেন। অন্যায়ভাবে আমাদের নাম বাদ গিয়েছে। তাই জয়েন্ট বিডিওকে ঘিরে আমরা বিক্ষোভ দেখিয়েছি।’

যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্যা শিপ্রা দাস। তঁার বক্তব্য, ‘সমস্ত মিথ্যা অভিযোগ। এখানে আমাদের কোনও হাত নেই।’

জয়েন্ট বিডিও শ্যামল দাসের বক্তব্য, ‘সকলে যাতে সঠিকভাবে ঘর পায়, তাই নিয়ম মেনে সার্ভে হয়েছে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Darjeeling | সাদা গায়ে কালো ডোরাকাটা দাগ! দার্জিলিং চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ আকাশ ও নাগমণি

দার্জিলিং: আকাশ এবং নাগমণি, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল...

Balurghat | ফের জয়েন্ট বিডিও-র পরিচয় দিয়ে চাকরির টোপ, প্রতারণার শিকার বোল্লার যুবক   

বালুরঘাট: ফের বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও-র নামে প্রতারণার অভিযোগ।...

Tapan | সাধুকে আটকে রেখে শ্মশানের পাম্পমেশিন নিয়ে পালাল দুষ্কৃতীরা! বিক্ষোভে পথ অবরোধ গ্রামবাসীর

তপন: শ্মশানের কাজের দেখভালের দায়িত্বে থাকা এক সাধুকে আটকে...

Elephant attack | সীমান্ত পেরিয়ে ভুট্টাখেত তছনছ করল নেপালের হাতি, বড়সড়ো ক্ষতি চাষিদের  

কিশনগঞ্জ: জমিতে ফলেছে ভুট্টা। আর এই ভুট্টার লোভেই নেপালের...