শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Babla Sarkar murder case | দুবেলা খাবার দিয়ে গরিবদের ত্রাতা হয়েছিলেন দুলাল, পড়ে রইল তাঁর সাধের মা ক্যান্টিন

শেষ আপডেট:

জসিমুদ্দিন আহম্মদ, মালদা: ক্যান্টিনের গেটে তালা। কানির মোড়ের এক কোণে টোটো রেখে ডিম-ভাত খেতে এসেছিলেন পলাশ সাহা, গৌতম সিং। শাটারের ওপার থেকে এক ব্যক্তি বললেন, ‘জানেন না বাবলা দা আর আমাদের মধ্যে নেই? আদৌ এই ক্যান্টিন আর চলবে কি না, বাড়ির লোকেরা ঠিক করবে।’ সরকারি ক্যান্টিন হলেও গরিব মানুষের জন্য এই ক্যান্টিনের খরচ চালাতেন দুলাল সরকার। মাথায় বাজ ভেঙে পড়ল দুই আগন্তুকের। পলাশ সাহা আর গৌতম ঘোষের মতো বহু টোটোচালক, রেল হকার্স, ফেরিওয়ালাদের দুপুরের আহারের বন্দোবস্ত ছিল এই ক্যান্টিনে।

লকডাউন চলাকালীন অনেকে কর্মহীন হয়ে পড়েন। রোজগার না থাকায় ঠিকমতো দুবেলা খাবার জুটত না বহু মানুষের। গরিবদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করতে ত্রাতা হয়েছিলেন দুলাল। কানির মোড় অফিস সংলগ্ন বহুতলের বেসমেন্টে গরিব ও অসহায়দের লঙ্গরখানার ব্যবস্থা করেন। একটানা দুইমাস সেখান থেকে প্রতিদিন বাড়িতে বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দিতেন তিনি।

এই লঙ্গরখানা থেকেই সারাবছর গরিবের মুখে দুপুরের আহার তুলে দেওয়ার জন্য মায়ের স্মৃতির উদ্দেশ্যে ২০২১ সাল থেকেই তিনি চালু করেন মা ক্যান্টিন। মাত্র ৫ টাকায় ডিম-ভাত। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই ক্যান্টিনে যে কেউ ৫ টাকা দিয়ে খেতে পারেন। খরচ বহন করতেন নিজেই। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মা ক্যান্টিন নামে সরকারি প্রকল্প চালু করেন। কানির মোড় ক্যান্টিনের বোর্ডে সরকারি প্রকল্পের মোহর লাগলেও বাবলা সরকারি সাহায্য নিতেন না। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ক্যান্টিনের খরচ তিনি নিজেই চালিয়েছেন।

তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ ঝলঝলিয়া কানির মোড় এলাকায় এদিন সমস্ত দোকানপাট বন্ধ ছিল। শুনসান কানির মোড়ের ক্যান্টিন আজ তালাবন্দি। অনেকেই খেতে এসে ফিরে যান। সুবল সিং মালদা টাউন স্টেশন চত্বরে কুলির কাজ করেন। প্রায় প্রতিদিনই ৫ টাকায় ডিম-ভাত খেতে কানির মোড়ে আসতেন। তাঁর আক্ষেপ, ‘এমন ভালো মনের মানুষকে যারা খুন করল তাদের কোনওদিন ভালো হবে না। শুধু খাবার কেন, ওষুধপত্র কেনার টাকাও দিত বাবলা দা। এই ক্যান্টিন বন্ধ হয়ে গেলে অনেকে দুপুরের খাবার থেকে বঞ্চিত হবে।’

দুঃখ প্রকাশ করেন টোটোচালক পলাশ সাহা। তাঁর কথায়, ‘খরচ বাঁচাতে বাবলা দার ক্যান্টিনে খেতাম। আর খাবার জুটবে কি না, কে জানে। যারা এমন করল, তাদেরও দুর্গতি হবে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Dooars | গুড ফ্রাইডের আগে ডুয়ার্সের চার্চগুলিতে প্রস্তুতি তুঙ্গে

নাগারাকাটা: শুক্রবার গুড ফ্রাইডে (Good Friday)। তার আগে ডুয়ার্সের...

Malda | মুর্শিদাবাদের পুনরাবৃত্তি নয়, সতর্কতা মালদায়

হরষিত সিংহ, মালদা: মোথাবাড়ি (Mothabari) থেকে মুর্শিদাবাদ (Murshidabad) একের...

Dakshin Dinajpur | দণ্ডিকাণ্ডে নাম জড়িয়েছিল, ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া চেষ্টা প্রদীপ্তার

সুবীর মহন্ত, বালুরঘাট: দণ্ডিকাণ্ডে নাম জড়িয়েছিল প্রাক্তন মন্ত্রী শংকর...

Raiganj | খাবারের টানে পড়ুয়াদের ভাইবোনেরাও স্কুলে

চন্দ্রনারায়ণ সাহা, রায়গঞ্জ: মিড-ডে মিল (Midday Meal) নিয়ে মাঝেমধ্যেই...