চোপড়া: রাতভর বৃষ্টি ও বাংলাদেশের করতোয়ার জল ঢুকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সীমান্তের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাতভর টানা বৃষ্টি ও করতোয়ার জলে গোয়াবাড়ি, নয়াহাট সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার জলমগ্ন হয়ে পড়েছেন। যার জেরে জমির ফলন, চা বাগান জলের তলায় চলে গিয়েছে। কিছু কাঁচা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই এলাকায় জল আটকে পড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। বিষয়টি পঞ্চায়েত ও প্রশাসনের নজরে আনা হয়েছে। এবিষয়ে চোপড়ার বিডিও সমীর মণ্ডল বলেন, এদিন দুপুর পর্যন্ত কোনওরকম অভিযোগ আসেনি। খোঁজ নেওয়া হচ্ছে।‘
বেহাল জল নিকাশি ব্যবস্থা, বৃষ্টিতে জলমগ্ন সীমান্তের একাধিক গ্রাম
RELATED ARTICLES