বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Harishchandrapur | বিহারে পাড়ি দিচ্ছে হরিশ্চন্দ্রপুুরের বাগদেবী!

শেষ আপডেট:

সৌরভকুমার মিশ্র,হরিশ্চন্দ্রপুর: হাতে আর কয়দিন। তারপরেই বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মেতে উঠবে পড়ুয়ারা। আর সব জায়গার পাশাপাশি হরিশ্চন্দ্রপুরের কুমোরটুলিতেও বীণাপাণির প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে।

মালদা জেলার প্রান্তিক জনপদ হরিশ্চন্দ্রপুর বিহার এবং ঝাড়খণ্ড সীমান্তের লাগোয়া। ওই দুই রাজ্যের মুকুরিয়া ,আজিমনগর, বারসই, লাভা, দিল্লি দেওয়ানগঞ্জ, কুরেঠা, আমদাবাদ প্রভৃতি এলাকা থেকে বহু ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন কুমোরটুলি থেকে সরস্বতী প্রতিমা কিনে নিয়ে যান। ফলে এই এলাকার প্রতিমা পাড়ি দিচ্ছে ভিনরাজ্যেও। হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ের একটি কুমোরটুলিতে গিয়ে দেখা গেল প্রতিমা তৈরিতে ব্যস্ত স্থানীয় শিল্পী পবন দাস। তাঁর বক্তব্য, ‘আমরা এবারেও আশা করছি আবার ভিনরাজ্যের গ্রাহক কুমোরটুলিতে ভিড় করবে। তাই আমরাও আগ্রহ নিয়ে এবার বেশি প্রতিমা তৈরি করেছি।’

আরেক প্রতিমা শিল্পী নারায়ণ দাস জানান, ‘জিনিসপত্রের দাম ক্রমশই বাড়ছে। এ বছর বেশি দামের প্রতিমা তৈরি করা হচ্ছে। আশা করছি আমাদের পরিশ্রম বিফলে যাবে না।’

বিহারের কাটিহার জেলা থেকে প্রতিমার বায়না করতে এসেছিলেন প্রবাসী বাঙালি প্রবীণ দাস। তিনি জানান, প্রতিবছর তাঁরা চেষ্টা করেন হরিশ্চন্দ্রপুর থেকে প্রতিমা নিয়ে যাওয়ার। এবারও তাই করবেন, তাই আগেই চলে এসেছেন অগ্রিম দিয়ে প্রতিমা বুক করতে।’

Share post:

Popular

More like this
Related

Malda | ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে মালদায় ছড়িয়ে দেওয়ার ছক! উদ্ধার ৫ টি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১

মালদা: আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের পর্দা ফাঁস করল মালদা পুলিশ।...

Mainaguri | অকালে প্রাণ গেল মাধ্যমিক পরীক্ষার্থীর, ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ ময়নাগুড়ি ব্লকের কালামাটির বৈষ্ণবপাড়া    

ময়নাগুড়ি: অকালে প্রাণ চলে গেল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। বুধবার...

Haldibari | মানতের পশু নিলামে বিক্রি! হুজুর সাহেবের মেলার এক অন্য ছবি 

হলদিবাড়ি: ৮০০, ৮০১, ৮০২। ৯০০, ৯০১, ৯০২… হাতে একটি...

Cooch Behar | ইন্ডোর স্টেডিয়ামের পরিকাঠামোয় প্রশ্ন! কাঠগড়ায় এন্ট্রি ফি

দিনহাটা: গত ২৬ জানুয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর হাত...