সৌরভকুমার মিশ্র,হরিশ্চন্দ্রপুর: হাতে আর কয়দিন। তারপরেই বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মেতে উঠবে পড়ুয়ারা। আর সব জায়গার পাশাপাশি হরিশ্চন্দ্রপুরের কুমোরটুলিতেও বীণাপাণির প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে।
মালদা জেলার প্রান্তিক জনপদ হরিশ্চন্দ্রপুর বিহার এবং ঝাড়খণ্ড সীমান্তের লাগোয়া। ওই দুই রাজ্যের মুকুরিয়া ,আজিমনগর, বারসই, লাভা, দিল্লি দেওয়ানগঞ্জ, কুরেঠা, আমদাবাদ প্রভৃতি এলাকা থেকে বহু ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন কুমোরটুলি থেকে সরস্বতী প্রতিমা কিনে নিয়ে যান। ফলে এই এলাকার প্রতিমা পাড়ি দিচ্ছে ভিনরাজ্যেও। হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ের একটি কুমোরটুলিতে গিয়ে দেখা গেল প্রতিমা তৈরিতে ব্যস্ত স্থানীয় শিল্পী পবন দাস। তাঁর বক্তব্য, ‘আমরা এবারেও আশা করছি আবার ভিনরাজ্যের গ্রাহক কুমোরটুলিতে ভিড় করবে। তাই আমরাও আগ্রহ নিয়ে এবার বেশি প্রতিমা তৈরি করেছি।’
আরেক প্রতিমা শিল্পী নারায়ণ দাস জানান, ‘জিনিসপত্রের দাম ক্রমশই বাড়ছে। এ বছর বেশি দামের প্রতিমা তৈরি করা হচ্ছে। আশা করছি আমাদের পরিশ্রম বিফলে যাবে না।’
বিহারের কাটিহার জেলা থেকে প্রতিমার বায়না করতে এসেছিলেন প্রবাসী বাঙালি প্রবীণ দাস। তিনি জানান, প্রতিবছর তাঁরা চেষ্টা করেন হরিশ্চন্দ্রপুর থেকে প্রতিমা নিয়ে যাওয়ার। এবারও তাই করবেন, তাই আগেই চলে এসেছেন অগ্রিম দিয়ে প্রতিমা বুক করতে।’