Must-Read News

Bagdogra airport | বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমি থেকে ৯০০টি গাছ চুরির অভিযোগ

খোকন সাহা, বাগডোগরা: বাগডোগরা বিমানবন্দর (Bagdogra airport) সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমি থেকে চুরি (Theft) গিয়েছে প্রায় ৯০০টি গাছ (Tree)। কালো শিরীষ, কাটা শিরীষ, জারুল, মিনজিরি, চাপ, সোনালু সহ আরও বিভিন্ন ধরনের গাছ ছিল সেখানে। চুরি যাওয়া গাছের বাজারমূল্য কয়েক কোটি টাকা।

কয়েক মাস ধরে গাছগুলি চুরি হলেও হেলদোল নেই বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষের (Airport authority)। সূত্রের খবর, পুলিশে অভিযোগ জানিয়েই দায়িত্ব ঝেড়ে ফেলতে চেয়েছে কর্তৃপক্ষ। পুলিশও এই গাছ চুরির কিনারা করতে পারেনি বলে অভিযোগ। বাগডোগরা থানার ওসি নির্মলকুমার দাস আবার দাবি করেছেন, বাগডোগরা থানায় চুরির অভিযোগই দায়ের হয়নি।

বিমানবন্দরের জয়েন্ট জেনারেল ম্যানেজার ভূদেব সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তাঁর মন্তব্য, ‘আমার এবিষয়ে কিছু জানা নেই।’ বিমানবন্দরে ডিরেক্টর মহম্মদ আরিফ ফোন না ধরায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিমানবন্দরটি সম্প্রসারণের জন্য ১০৪.৬৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমিতে সীমানা প্রাচীর দেওয়ার কাজ চলছে। এরই মধ্যে গাছগুলি চুরি হয়ে যাচ্ছে। এদিন সেখানে গিয়ে দেখা গেল, বাগডোগরা বন বিভাগের সঙ্গে যৌথভাবে গাছগুলিতে নম্বর লাগানো হয়েছে। কেটে নেওয়া কিছু গাছের গোড়ার অংশ রয়ে গিয়েছে। কিছু গুঁড়ি আবার কাটা অবস্থায় পড়ে রয়েছে।

অধিগৃহীত জমির পাশেই রয়েছে ডিগরাভিটা গ্রাম। সেখানে বেশ কিছু বাড়ির সামনে, রাস্তার পাশে গাছের ডালপালা ডাঁই করে রাখা রয়েছে জ্বালানি হিসেবে। স্থানীয়দের একাংশের অভিযোগ, অনেকদিন ধরেই গাছ চুরি যাচ্ছে। তারবান্ধা, ডিগরাভিটা, মুনি, ঘোষপুকুর, বাগডোগরা, চোপড়া, ইসলামপুর এলাকায় গাছগুলি কেটে ট্রাকে তুলে পাচার করা হয়েছে।

ডিগরাভিটার বাসিন্দা মহম্মদ বাচ্চু বলছেন, ‘এই জমিতে ঝোপঝাড় ছিল। ঝোপের মধ্যে চিতাবাঘের আস্তানা ছিল। এজন্য গাছগুলি কেটে নিয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। এই গ্রামের কিছু মানুষ ডালপালাগুলো কুড়িয়ে এনে রেখেছে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য।’

বিমানবন্দর সূত্রে খবর, অধিগৃহীত জমিতে প্রায় আড়াই হাজার গাছ ছিল। কিন্তু এখন কেটেকুটে অনেকটা এলাকাই সাফ। কিন্তু কর্তৃপক্ষ কেন মুখ বুজে, সেখানেই আসল ধন্দ।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Dev’s road-show | তৃণমূল প্রার্থী প্রসূনের সমর্থনে রতুয়ায় দেবের রোড-শো, যানজটে নাজেহাল সাধারণ মানুষ

রতুয়াঃ শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দেব। এদিন…

7 hours ago

Bengal Pro T20 League | উন্মোচন হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফির, প্রাক্তনীদের মঞ্চে ডেকে নিলেন সৌরভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার…

7 hours ago

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের…

8 hours ago

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ

দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস…

9 hours ago

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন…

9 hours ago

Madhyamik Result | বাবা ঠিকা শ্রমিক, সৌরদ্বীপের পড়াশোনায় অন্তরায় আর্থিক অনটন

জামালদহ: এক কামরার ভাড়া বাড়ি। পাশেই চলে রান্নাবান্না। বাবা ঠিকা শ্রমিক। বিভিন্ন মিষ্টির দোকানে কিংবা…

9 hours ago

This website uses cookies.