শিলিগুড়িঃ ভোর রাতে এটিএম লুট। গ্যাস কাটার দিয়ে কেটে এটিএমের ভল্ট নিয়ে গেল কতিপয় দুষ্কৃতী। শনিবার ভোর তিনটে নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাগডোগরা থানার অধীন রাঙাপানি বাজারে। আজ সকালে এক গ্রাহক টাকা তুলতে এসে দেখেন এটিএম ভাঙা। এরপরই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থলে আসেন ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশ এটিএমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে।
সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, এদিন ভোর তিনটে নাগাদ একটি সাদা রঙের গাড়িতে এসে রাঙাপানি বাজারের বেসরকারী ব্যাংকের এটিএমে ঢোকে। কিছুক্ষণের প্রচেষ্টায় গ্যাস কাটারের সাহায্যে এটিএম থেকে টাকা রাখার ভল্টটি কেটে নিয়ে চম্পট দেয়। সেই ভল্টে প্রায় ৫ লক্ষ টাকা ছিল অনুমান করা হচ্ছে। রাঙাপানি বাজারের আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। জোরকদমে শুরু হয়েছে তদন্তের কাজ। চলছে তল্লাশি।