Sunday, September 15, 2024
Homeউত্তরবঙ্গজলের ট্যাংকের ভিতরে ঢুকে মনের আনন্দে স্নান, বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ বাগডোগরাবাসী

জলের ট্যাংকের ভিতরে ঢুকে মনের আনন্দে স্নান, বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ বাগডোগরাবাসী

বাগডোগরা: বিকেলবেলা ছাদে উঠতেই দেখা গেল জলের ট্যাংকের ঢাকনা ভাঙা। কী করে হল? ভাবতে ভাবতে একটু এগিয়ে গিয়ে ট্যাংকের ভেতরে উঁকি মারতেই দেখা গেল, মনের আনন্দে সেখানে স্নান করছে বঁাদর। তাড়ানোর চেষ্টা করেও খুব একটা লাভ হচ্ছে না। দাঁত-মুখ খিঁচিয়ে উলটে আক্রমণ করছে তারা। কয়েকদিন যাবৎ এমনই ছবি ধরা পড়ছে বাগডোগরার বেশ কয়েকটি এলাকায়। বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।

হরেকৃষ্ণপল্লির বেশ কয়েকটি বাড়ির ছাদে জামাকাপড় শুকোতে দেওয়া ছিল। ছিল অনেকগুলি ফুলের টব। সমস্ত কিছু লন্ডভন্ড করে গিয়েছে বাঁদরের দল। যেমন কয়েকদিন আগে ওই এলাকার বাসিন্দা সুনীতা দেবীর বাড়ির ছাদে এসে জামাকাপড় ফেলে দিয়েছে, তছনছ করে দিয়েছে ফুলের টব। তিনি বলছেন, ‘ভয় দেখাতে গেলে উলটে আক্রমণ করতে আসে।’ কোথাও সপরিবারে বাঁদরামি করছে, কোথাও আবার ‘একাই একশো’। জলের লাইনের পাইপ ভেঙে দেওয়া কিংবা ঘরে ঢুকে খাবার তুলে নিয়ে চম্পট দেওয়াতে একাই যেন সিদ্ধহস্ত। সপরিবারে এসে বাড়ির গাছ থেকে ফল পেড়ে নিচ্ছে। তারপর রীতিমতো ‘বুক বাজিয়ে’ খেতে খেতে সেখান থেকে ‘হাওয়া’ হয়ে যাচ্ছে।

এলাকাবাসী বাঁদরের উৎপাত থেকে পরিত্রাণ চাইছেন। বিষয়টি নিয়ে কার্সিয়াং বন বিভাগের বাগডোগরার রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া বলছেন, ‘লোকালয়ে বাঁদরের বাঁদরামি বেড়েছে একথা ঠিকই। বিভিন্ন পাড়ায় চলে যাচ্ছে। বাগডোগরা রেঞ্জ অফিসের ক্যাম্পাসে, ব্যাংডুবি সেনাছাউনি এলাকা থেকেও খবর আসছে। শুক্রবার একটা মিটিং রয়েছে। আমরা সেখানে আলোচনা করে দেখি কী করা যায়।’

হঠাৎ করে এই সমস্যা তৈরি হল কীভাবে? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, পুণ্য অর্জনের লক্ষ্যে ‘রামভক্তকে’ কলা, আপেল, পেয়ারা, রুটি, বিস্কুট, কেক সহ বিভিন্ন মুখরোচক খাবার খেতে দেন অনেকেই। এর ফলে লোকালয়ে বাঁদরের আনাগোনা দিন-দিন বেড়েই চলেছে। আর যত আনাগোনা বাড়ছে, ততই বাড়ছে বাঁদরামি। হাতের কাছে সুস্বাদু খাবারের লোভে বন ছেড়ে লোকালয়কেই বেছে নিচ্ছে বঁাদরের দল। অন্যদিকে, এই মুহূর্তে সমস্যা সমাধানের কোনও পথ না দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

ব্যাংডুবি সামরিক বিভাগের বি-জোনের আবাসিক হেমন্ত সিং বলছেন, ‘বাঁদরের অত্যাচারে দরজা-জানলা সবসময় বন্ধ রাখতে হচ্ছে। আমাদের আবাসনের কাছেই জঙ্গল। বাঁদররা এখন আর সেখানে থাকতেই চায় না। সবসময় আবাসনে কিংবা রাস্তায় ঘুরে বেড়ায়।’ আরেক বাসিন্দা নীলম দেবী বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। বলছিলেন, ‘বাচ্চার হাত থেকে টিফিনবাক্স কেড়ে নিয়ে চলে যায়। আমরা আতঙ্কিত।’ আপার থেকে লোয়ার বাগডোগরা, সর্বত্র কান পাতলেই বাঁদরামির অভিযোগ শোনা যাচ্ছে। সকলেই চাইছেন, বন বিভাগের একটা বিহিত করুক।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

‘কান টানলে মাথা আসে’, আরজি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে জোড়া গ্রেপ্তারির খবর পেয়ে উচ্ছ্বসিত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ...

প্রমাণ লোপাট থেকে দেরিতে এফআইআর, যে অভিযোগে সিবিআইয়ের জালে সন্দীপ-অভিজিৎ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় শেষ পর্যন্ত প্রমাণ লোপাটের তত্ত্বেই সীলমোহর দিল সিবিআই। প্রাথমিকভাবে প্রথম...

লাইভ স্ট্রিমিংয়ের দাবি ছেড়ে দেই, রেকর্ডেড ভিডিও পর্যন্ত চাইনি, তবুও বৈঠক বাতিল করেন চন্দ্রিমা,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : লাইভস্ট্রিমিংয়ের দাবি ছেড়ে দিয়েছিলেন, এমনকি রেকর্ডেড ভিডিও ছাড়াই বৈঠকে যোগ দিতে চান, কিন্তু তা সত্ত্বেও দেরি হওয়ার কথা বলে...
Minor-Girl

Siliguri | শহরে এসে পথ হারিয়েছিল দুই কিশোরী, সাহায্যে এগিয়ে এলেন এক মহিলা

0
শিলিগুড়ি: দুপুর তখন তিনটে। জলপাইমোড়ে দোকানে বসে থাকার সময় বারবারই তার নজরে পড়ল বাইরে দুই কিশোরী ঘোরাঘোরি করছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘোরি করার পর তাঁরা...
Kamala-Harris-Donald-Trump

Donald Trump | কমলার সঙ্গে তৃতীয় বিতর্ক প্রত্যাখ্যান ট্রাম্পের

0
ওয়াশিংটন: ক্রমশ জনপ্রিয়তা ছাপিয়ে যাচ্ছে কমলা হ্যারিসের (Kamala Harris)। কিছু সমীক্ষা বলছে, টিভি বিতর্কে হ্যারিস জিতেছেন। কিন্তু ট্রাম্পের (Donald Trump) দাবি, তিনি জয়ী। তিনি...

Most Popular