উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাফর এক্সপ্রেস অপহরণের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মাঝে এবার বালোচিস্তানে (Balochistan) পাক সেনার কনভয়ে (Pakistani military convoy) চালানো হল বড়সড়ো আত্মঘাতী হামলা। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (BLA)। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই হামলার ফলে ৭ পাক সেনা নিহত এবং ২১ জন আহত হয়েছেন। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে বালোচ বিদ্রোহীরা। তাদের দাবি, এই হামলার জেরে কমপক্ষে ৯০ জন পাক সেনা নিহত হয়েছেন।
সূত্রের খবর, কোয়েটা থেকে তাফতানগামী পাক সেনার কনভয়কে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। পাক প্রশাসনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘কোয়েটা থেকে তাফতানগামী সেনার কনভয়ে হামলা চালানো হয়েছে। টার্গেট করা হয়েছিল কনভয়ে থাকা সাতটি বাস এবং দু’টি গাড়িকে। একটি বাসে আইইডি বিস্ফোরক বোঝাই গাড়ি এসে ধাক্কা মারে। সম্ভবত এটি আত্মঘাতী হামলা। এছাড়াও রকেট-চালিত গ্রেনেড (আরপিজি) ছোড়া হয়েছে কনভয়ে।’ আহত সেনাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠাতে সেনার হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ড্রোনের মাধ্যমে এলাকায় নজরদারি চালানো হচ্ছে।
এই হামলার দায় স্বীকার করে বালোচ লিবারেশন আর্মি বিবৃতিতে বলেছে, ‘মাজিদ ব্রিগেড কয়েক ঘণ্টা আগে পাক সেনাবাহিনীর কনভয়ে হামলা চালিয়েছে। নোশকির আরসিডি হাইওয়েতে রাখশান মিলের কাছে এই হামলা চলেছে। সেই কনভয়ে মোট আটটি বাস ছিল, যার মধ্যে একটি বিস্ফোরণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে।’ আরও জানানো হয়েছে, এরপরই আরেকটি বাসকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলা হয়। মোট ৯০ পাক সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি বালোচদের। শীঘ্রই এই আক্রমণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে বিএলএ-এর তরফে।