মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Balurghat | তিথি অনুযায়ী আজই দশমী, শুরু হয়ে গেল মা দুর্গার নিরঞ্জন পর্ব

শেষ আপডেট:

বালুরঘাট: তিথি অনুযায়ী আজই দশমী। তবে বাঙালির মনে আজ নবমী। এদিকে তিথি অনুযায়ী আজ দশমী হওয়ায় প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়েছে। শনিবার কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বালুরঘাট কল্যাণী ঘাটে শুরু হল প্রতিমা বিসর্জন। এদিন দুপুর থেকেই বালুরঘাট আত্রেয়ী নদীর কল্যাণী বা সদর ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়। এদিন মূলত বিভিন্ন বাড়ির ও বারোয়ারী প্রতিমা নিরঞ্জন করা হয়। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে কল্যাণী ঘাটে। এছাড়াও বিপর্যয় মোকাবিলায় জন্য নদীতে রয়েছে সিভিল ডিফেন্সের কর্মী ও স্পীডবোট। লুরঘাট পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে কল্যাণী ঘাটে। এদিকে নদীতে কোনরকম পূজোর সামগ্রী যাতে আত্রেয়ী নদীতে ফেলা না হয় তার জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে৷ পাশাপাশি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে কাঠাম ও অন্যান্য সামগ্রী তুলে নেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে গোটা কল্যাণী ঘাট এলাকায় অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভির মাধ্যমেও নজরদারী চালানো হচ্ছে নদীঘাটে। এদিন বিকেলে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

Share post:

Popular

More like this
Related

Balurghat | নেলপালিশ, ফুড সাপ্লিমেন্ট তৈরিতে মাছের আঁশ! বিকল্প কর্মসংস্থানের দিশা আত্রেয়ী পাড়ে

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: মাছ বাজারে ঢুকলে হামেশাই দেখা যায়...

RG Kar victim | মৃত্যুর পরও সক্রিয় ছিল অভয়ার ফোন! আদালতে বড় দাবি পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আর জি কর মেডিকেল কলেজে...

Higher Secondary Result | উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ ৭ মে, মার্কশিট মিলবে কবে?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে আগামী...

Dakshin Dinajpur | দক্ষিণ দিনাজপুর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ, যক্ষ্মামুক্ত জেলা গড়তে ২৫০ জনকে দত্তক

রূপক সরকার ও বিশ্বজিৎ প্রামাণিক, বালুরঘাট ও পতিরাম: যক্ষ্মা রোগ...