বালুরঘাট: তিথি অনুযায়ী আজই দশমী। তবে বাঙালির মনে আজ নবমী। এদিকে তিথি অনুযায়ী আজ দশমী হওয়ায় প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়েছে। শনিবার কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বালুরঘাট কল্যাণী ঘাটে শুরু হল প্রতিমা বিসর্জন। এদিন দুপুর থেকেই বালুরঘাট আত্রেয়ী নদীর কল্যাণী বা সদর ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়। এদিন মূলত বিভিন্ন বাড়ির ও বারোয়ারী প্রতিমা নিরঞ্জন করা হয়। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে কল্যাণী ঘাটে। এছাড়াও বিপর্যয় মোকাবিলায় জন্য নদীতে রয়েছে সিভিল ডিফেন্সের কর্মী ও স্পীডবোট। লুরঘাট পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে কল্যাণী ঘাটে। এদিকে নদীতে কোনরকম পূজোর সামগ্রী যাতে আত্রেয়ী নদীতে ফেলা না হয় তার জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে৷ পাশাপাশি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গে কাঠাম ও অন্যান্য সামগ্রী তুলে নেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে গোটা কল্যাণী ঘাট এলাকায় অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভির মাধ্যমেও নজরদারী চালানো হচ্ছে নদীঘাটে। এদিন বিকেলে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।
Balurghat | তিথি অনুযায়ী আজই দশমী, শুরু হয়ে গেল মা দুর্গার নিরঞ্জন পর্ব
শেষ আপডেট: