পঙ্কজ মহন্ত, বালুরঘাট: আন্তর্জাতিক মাইক্রো ফিল্ম ফেস্টিভালে সেরা অণু-চলচ্চিত্র সম্মান পেল বালুরঘাটের (Balurghat) চলচ্চিত্র পরিচালক স্বর্ণায়ু মৈত্রের ছবি ‘শীল’। এই ছোট দৈর্ঘ্যের সিনেমায় প্রায় হারিয়ে যেতে বসা শিলনোড়া নিয়ে কাজ করা শিল্পীদের গল্প তুলে ধরা হয়েছে। গত ২০ জানুয়ারি কলকাতার মৌলালি যুব কেন্দ্র মঞ্চে এই ছবি প্রদর্শিত হয়। যেখানে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ছন্দা করঞ্জি চ্যাটার্জি, গৌতম রায় সহ একাধিক শিল্পীরা। সিনেমার সহযোগিতায় ছিলেন দেবাশিস চক্রবর্তী। রাজ্যে তথা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা চলচ্চিত্রগুলির মধ্যে সেরা পরিচালক নির্বাচিত হন স্বর্ণায়ু। পাশাপাশি, সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন ছন্দা।
অন্যদিকে, চিত্র পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী কলকাতায় বিহাঙ্গম চলচ্চিত্র উৎসব আয়োজন করেছিলেন। যোগেশ মাইম অ্যাকাডেমিতে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছিল বালুরঘাটে তৈরি ছবি ‘মিজরাব’। যা সেরা তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। ককলিয়ার ইমপ্লান্টেশনের মাধ্যমে শ্রবণ ক্ষমতা ফিরে পাওয়াকে কেন্দ্র করে তৈরি ছবিটি। এই চলচ্চিত্র সম্পাদনায় ছিলেন বালুরঘাটের শিল্পী পটদীপ চৌধুরী। পরিচালক স্বর্ণায়ু জানান, কীভাবে দর্শকদেরকে একাত্ম করা যায় তারই চেষ্টা করছি।