বালুরঘাট: হরিয়ানায় বিধানসভা নির্বাচনে (Haryana Election) জয়লাভ করেছে বিজেপি (BJP)। সেই আনন্দে মঙ্গলবার বিকেলে বালুরঘাটে (Balurghat) বিজেপির জেলা কার্যালয়ে আনন্দে মেতে উঠলেন দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্ব। গেরুয়া আবীর দলীয় কর্মীদের লাগিয়ে আনন্দে মেতে ওঠেন সকলে। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মন সহ অন্যান্যরা।
শুধু হরিয়ানা নয় জম্মু-কাশ্মীরেও বিজেপি ভালো ফল করেছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, বিরোধীরা বলেছিল হরিয়ানাতে বিজেপি জয়লাভ করবে না। সেই সব ধারণাকে ভুল প্রমাণিত করে সেখানে জয়লাভ করেছে বিজেপি।