পঙ্কজ মহন্ত, বালুরঘাট: অনুমোদন নেই। তবু রমরমিয়ে চলছে পানীয় জলের কারখানা। সেই জলই বোতল ও জারবন্দি হয়ে বিক্রি হচ্ছে শহর ও গ্রামের দোকান, বাড়িতে। কিন্তু সেই জল কতটা পানের যোগ্য সেটাই বড় প্রশ্ন। বৃহস্পতিবার এমনই পাঁচ জল কারখানাকে নোটিশ ধরিয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তর।
এদিন জেলা শাসকের নির্দেশে লিগাল মেট্রলজি ও পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে জেলা খাদ্য সুরক্ষা দপ্তর বিশেষ অভিযান চালায়। বালুরঘাটের গঙ্গাসাগর, ভুসিলা, হিলি মোড় সহ মোট ছয়টি জলের কারখানায় হানা দেওয়া হয়। যার মধ্যে পাঁচটিতেই মাটির নীচ থেকে জল তোলা এবং প্রক্রিয়াজাত করার কোনও অনুমোদন ছিল না।
ক্রেতা সুরক্ষা দপ্তরের সহঅধিকর্তা বিধানচন্দ্র ঘরামি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বালুরঘাট শহর ও আশপাশের এলাকা থেকে বেআইনি জল কারখানা নিয়ে অভিযোগ আসছিল। সেটা ধরেই এদিন অভিযান চালানো হয়। দ্রুত গুণগতমান ও নথি ঠিক করে আবেদন না করলে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।