Tuesday, January 21, 2025
HomeExclusiveBalurghat District Hospital | ৯২ দিন হাসপাতালে থেকে ‘পুনর্জন্ম’

Balurghat District Hospital | ৯২ দিন হাসপাতালে থেকে ‘পুনর্জন্ম’

রূপক সরকার, বালুরঘাট: পুনর্জন্ম বোধহয় একেই বলে। জন্মের আগেই বাবা-মা ভেবে রেখেছিল মেয়ে হলে নাম রাখবে ‘সাথি’। কিন্তু বিধির বিধান। জন্মের সময় ওজন ছিল মাত্র ৬৯৫ গ্রাম। এরকম ওজনের অপরিণত শিশুর জন্মের পরেই হাসপাতালে কর্তব্যরত নার্স থেকে শুরু করে চিকিৎসক সকলেই ভেবেছিল এই শিশুকে আর বাঁচানো যাবে না। কিন্তু হার মানতে নারাজ হাসপাতালের সকলের শুরু হয় দীর্ঘ সংগ্রাম। যে-কোনও মূল্যে ওই শিশুকে বাঁচাতে হবে। এরপর দীর্ঘ ৯২ দিন হাসপাতালের সিসিইউ-তে রাখার পর বুধবার বিকেলে শিশুটিকে ছুটি দিয়ে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয়। বালুরঘাট জেলা হাসপাতালের (Balurghat District Hospital) এই জীবনদানে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং তিনমাসে ওজন প্রায় এক কিলো বেড়েছে। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের এমন সফলতায় খুশি বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ৮ অক্টোবর প্রসববেদনা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন তপন থানার অন্তশিমুল এলাকার পার্বতী ওরাওঁ। তৃতীয় সন্তানের প্রসবের সময় দেখা যায় সমস্যা। ২৬ সপ্তাহে হঠাৎই শারীরিক সমস্যা দেখা দেয়। বিষয়টি নজরে আসতেই হাসপাতালে নিয়ে আসা হয়। আনার কিছুক্ষণ পরেই হাসপাতালেই অপরিণত কন্যাসন্তানের জন্ম দেন পার্বতীদেবী। জন্মের সময় মেয়ের ওজন ছিল মাত্র ৬৯৫ গ্রাম।

অপরিণত শিশুটিকে বাঁচানোর জন্য জেলা হাসপাতালে চিকিৎসক, নার্স থেকে অন্য স্বাস্থ্যকর্মীরা একরকম চ্যালেঞ্জ নিয়ে নেন। সেইমতো শিশুটিকে সঙ্গে-সঙ্গে এসএনসিইউ-তে ভর্তি করা। শিশুটির পাশাপাশি তার মাও শারীরিকভাবে খুব দুর্বল ছিল। তাকেও হাসপাতালে রেখে চিকিৎসা করা। এসএনসিউ-তে চিকিৎসাধীন ছিল মেয়ে সাথী। দীর্ঘ ৯২ দিন চিকিৎসাধীন থাকার পর সাথীর ওজন বর্তমানে এক কিলো ৬২০ গ্রামে এসে দাঁড়িয়েছে। তাই আজ তাকে ছুটি দিয়ে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।

শিশুর মা পার্বতী ওরাওঁ বলেন, ‘আমার সন্তান বেঁচে আছে সেটা হাসপাতালের ডাক্তারবাবু দিদিমণিদের জন্য। ওনারা যেভাবে আমার মেয়েকে দেখভাল করেছেন তার জন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। ওনারা ভালোভাবে না দেখলে মেয়েকে আমি ফিরে পেতাম না।’

শিশুর বাবা রাজীব ওরাওঁ জানান, ‘র‍্যাশনের দোকানে কাজ করি। স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় কী করব বুঝতে না পেরে প্রথমে তপন গ্রামীণ হাসপাতাল ও পরে জেলা হাসপাতালে নিয়ে আসি। সেখানে সন্তান জন্মাল। তার ওজন খুব কম ছিল। ভেবেছিলাম মেয়েকে হয়তো আর বাঁচাতে পারব না। কিন্তু বালুরঘাট জেলা হাসপাতাল ও নার্সদের চিকিৎসায় মেয়ে সুস্থ হয়েছে।’

বালুরঘাট জেলা হাসপাতালে সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগের কথায়, ‘২৬ সপ্তাহের প্রসূতি হাসপাতালে শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হয়। ভর্তির কিছু বাদেই সন্তান প্রসব করেন তিনি। তাই আজ তাকে ছুটি দিয়ে মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক নার্স থেকে অন্য স্বাস্থ্যকর্মীরা শিশুটিকে বাঁচাতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fire | তুরস্কের রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু কমপক্ষে ৬৬ জনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রিসর্টে (Resort) বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। মৃত্যু হল অন্তত ৬৬ জনের। জখম ৫১ জন। তুরস্কের (Turkey) বোলু শহরে ঘটনাটি ঘটে। হতাহতের...

ICDS Center | চাকরি না মেলায় আন্দোলনে শামিল জমিদাতারা, একই দিনে ৩৪ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে...

0
শীতলকুচি: চাকরির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় একই দিনে শীতলকুচি ব্লকের ৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (ICDS Center) তালা ঝোলালেন জমিদাতারা। সোমবার ওই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা...

South Dinajpur University | অচলাবস্থা কাটল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের, দেড়মাস পর যোগ দিলেন নতুন...

0
বালুরঘাট: অনেক গড়িমসির পর অবশেষে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক প্রনব ঘোষ। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করতেন। প্রায় দেড়...

Buffalo Smuggling | মোষ পাচারে আঙুল ফুলে কলা গাছ

0
আলিপুরদুয়ার ব্যুরো: মোষ পাচার কাণ্ডের অন্যতম পান্ডা কার্তিক দাসকে শনিবার পুলিশ গ্রেপ্তার করেছে (Buffalo Smuggling)। তার পরিবারের দাবি, কার্তিক নিরপরাধ। এদিকে এলাকায় কিন্তু মোষ...
How to eat carrots will be good eyes and hair

Hair Care | শীতে চুলের যত্ন নেবে গাজর! এই সবজি দিয়েই বানিয়ে ফেলুন হেয়ার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাজর শুধু হালুয়া খাওয়ার জন্য নয়, চুলের যত্ন নিতেও সাহায্য করে (Hair Care)। গাজর খেলেও যেমন চুলের লাভ, তেমনই মাথায়...

Most Popular