বালুরঘাট: ফের বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও-র নামে প্রতারণার অভিযোগ। এবারেও প্রতারণার শিকার শিশু শিক্ষা কেন্দ্রের এক শিক্ষিকার ভাইপো। ব্যাংকের চাকরি দেওয়ার নাম করে দু’বারে ছয় হাজার টাকা প্রতারিত হয়েছেন পেশায় গৃহশিক্ষক তিমির চৌধুরী নামে বালুরঘাট ব্লকের বোল্লার এক যুবক। এদিকে প্রতারণার বিষয় জানতে পেরেই রবিবার বালুরঘাটে সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিমির চৌধুরী। অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে সাইবার থানার পুলিশ। এদিকে বালুরঘাট ব্লক প্রশাসনের তরফ থেকেও সকলকে সচেতন করা হচ্ছে।
জানা গিয়েছে, বালুরঘাটের বোল্লা গ্রামের বাসিন্দা এসএসকে শিক্ষিকা বনশ্রী চৌধুরী। ওই মহিলা স্থানীয় একটি এসএসকে স্কুলে চাকরি করেন। ওই মহিলার কাছে ফোন আসে, সেই ফোনে জয়েন্ট বিডিওর পরিচয় দেওয়া হয়। এরপর স্থানীয় একজন শিক্ষকের ফোন নম্বর চান ওই সাইবার প্রতারক। ওই ফোনে চাকরির প্রলোভন দেওয়া হয় ওই শিক্ষিকাকে। অভিযোগ, এরপরেই ওই শিক্ষিকার ভাইপোকে চাকরি দেওয়ার কথা বলা হয়। একটি ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে কম্পিউটার সার্টিফিকেট এবং অন্যান্য নথির কারণ দেখিয়ে দুই দফায় ছয় হাজার টাকা নেওয়া হয়। এদিকে ওই টাকা দিয়ে চুপই ছিলেন ওই মহিলা।
অন্যদিকে, একই ব্লকের অপর্ণা চট্টোপাধ্যায় নামে আরও এক মহিলার সঙ্গে একটি প্রতারণার ঘটনা ঘটে। আট হাজার টাকা প্রতারিত হওয়ার পর বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও হোয়াটস অ্যাপ গ্রুপে সকলকে সতর্ক করে দেন। এরপরেই প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই সাইবার থানায় যোগাযোগ করেন বনশ্রী চৌধুরী ভাইপো তিমির চৌধুরী।