সুবীর মহন্ত ও রূপক সরকার, বালুরঘাট: ভালোবাসার টান। আর সেই টানে প্রেমিকাকে পালিয়ে নিয়ে যেতে মাঝরাতেই তাঁর বাড়িতে হাজির হয় প্রেমিক। প্রেমিকাকে তুলে নিয়ে যেতে এসেই ধরা পড়ে যায় তরুণ। তাকে প্রথমে মারধর করা হয়। পরে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ সেখানে পৌঁছালে ওই তরুণকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে সকালে অভিযোগ দায়ের করতে থানায় চলে যায় মেয়ের বাড়ির লোক। ফিরে এসে দেখে মেয়ে ফুড়ুত। রবিবারের ঘটনা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে। এবার মেয়ের নামে নিখোঁজ অভিযোগ দায়ের করতে ফের থানায় ছোটে বাবা। প্রেমিক পুলিশি হেপাজতে থাকার পর প্রেমিকা কার সঙ্গে পালাল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
ধৃত ওই তরুণের বাড়ি বালুরঘাটের চকবাখরে। নিখোঁজ প্রেমিকা দশমের ছাত্রী। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি নাবালিকা প্রেমিকার বাড়ির লোকজন টের পেলে তাদের প্রেমের সম্পর্কে আপত্তি জানায় তারা। ওই তরুণকে একাধিকবার সতর্ক করে নাবালিকার পরিবার। সামনেই মাধ্যমিক পরীক্ষা। তাই এ ব্যাপারে ছাত্রীকে সতর্ক করা হয়েছিল।
এবিষয়ে নিখোঁজ নাবালিকার বাবা বলেন, ‘আমার মেয়েকে গতকাল জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই তরুণ। তাকে আটকে রাখার পর বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সকালে থানায় অভিযোগ করতে আসি। থানা থেকে বাড়ি যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার নাবালিকা মেয়ে ফের গায়েব হয়ে যায়। অনুমান ওই তরুণের সঙ্গীরা মেয়েকে তুলে নিয়ে গেছে। এনিয়ে ফের থানায় অভিযোগ দায়ের করেছি। এখনও মেয়ের খোঁজ পাইনি।
ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।