বালুরঘাট: আরজি কর কাণ্ডের বিচারের (RG Kar Protest) দাবি উঠছে রাজ্য জুড়েই। বিচার চেয়ে নানা পন্থায় আন্দোলন করছেন প্রতিবাদীরা। কেউ আমরণ অনশনে বসেছেন, তো কেউ বা আবার মিছিলে স্লোগান তুলছেন, গান গাইছেন, ছবি আঁকছেন। বালুরঘাটেও (Balurghat) সম্প্রীতির রাখিবন্ধনের সঙ্গে মিলে গেল আরজি কর কাণ্ডের প্রতিবাদ। ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ রোখার ডাক দিয়ে রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই আজকের দিনটিতে সম্প্রীতির রাখিবন্ধন পালন করা হয় বালুরঘাটে। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি।
বালুরঘাট জেলা মিউজিয়ামের সামনে এদিনও রাখিবন্ধন কর্মসূচি পালন করা হয়। সাংস্কৃতিক জগতের পাশাপাশি সাধারণ মানুষও এই রাখিবন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পথ চলতি শতাধিক মানুষদের হাতে রাখি পরিয়ে স্লোগান তোলা হয় ‘সম্প্রীতির বন্ধনে বাঁধি হাত, বিচার চাই আমরা আজ।’ গতকালই আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি ও জুনিয়ার চিকিৎসকদের পাশে থাকতে ১২ ঘণ্টার প্রতীকী অনশন করেন ২৫ জন মহিলা ও পুরুষ। এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা হারান মজুমদার বলেন, ‘১৯০৫ সালে আজকের দিনটিতে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাগ রুখে দিতে ডাক দিয়েছিলেন। তাই তাঁরা ওই দিন সম্প্রীতির রাখি বন্ধন কর্মসূচি পালন করেন। আজও সেই অনুষ্ঠান পালন করা হল৷ পাশাপাশি আরজি করের ঘটনার বিচারের দাবিও জানান হয়েছে।’