বালুরঘাট: মন্দিরে তালা ভেঙে চুরি (Theft Case) হল গয়না। বালুরঘাট (Balurghat) ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পরানপুর দক্ষিণ আটইর ব্রীজ কালি মন্দিরে ঘটনাটি ঘটে।
সোমবার সকালে মন্দিরের দরজা খুলতে এলে চুরির বিষয়টি নজরে পড়ে স্থানীয় এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মন্দির কমিটির সদস্য ও স্থানীয়রা। জানা গিয়েছে, কালী মায়ের মুকুট, টিপ সহ সোনা ও রুপোর গয়না মিলিয়ে ৭০-৮০ হাজার টাকার গয়না খোয়া গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে।