বানারহাট: ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে রাজ্যে বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে এখনও কিছু মানুষ মাস্ক ছাড়াই বাজার ঘাটে ঘুড়ে বেড়াচ্ছেন। এদের সচেতন করতে এদিন বানারহাট বাজারে অভিযান চালান বানারহাট থানার পুলিশ। বাজারে যারা মাস্ক পরে আসেননি তাদের মধ্যে মাস্ক বিলি করার পাশাপাশি সচেতন করতেও দেখা যায় পুলিশকে। এদিন বানারহাট বাজার সহ এলআরপি মোড়, চামুর্চী মোড়, বানারহাট থানা চত্বরে এই উদ্যোগ নেয় প্রশাসন।
স্থানীয় ব্যবসায়ী সুবীর দাস বলেন, ‘মানুষদের সচেতন হয়ে চলা উচিত কারণ এখন যদি আমরা সম্মিলিতভাবে এই রোগকে না কমাতে পারি তাহলে আংশিক লকডাউন থেকে পুরোপুরি লকডাউনের পথে হাটতে পারে সরকার।‘
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial