বানারহাটঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুই কিশোরের। শনিবার রাতে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বানারহাট কার্তিক ওঁরাও হিন্দি কলেজ সংলগ্ন রাজ্য সড়কের ওপর। জানা গিয়েছে, বানারহাটের তোতাপাড়া চা বাগানের বাসিন্দা ওই দুই কিশোর বাইকে চেপে হলদিবাড়ি চা বাগানে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। হিন্দি কলেজ সংলগ্ন রাস্তায় বাইক থেকে পড়ে মৃত্যু হয় তাঁদের। এদিন রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। দুজনকে রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ ও পরিবারের লোকেরা। অনুমান করা হচ্ছে, প্রচণ্ড গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল দুই কিশোর। রাজ্য সড়কের পাশের জঙ্গল থেকে আচমকা রাস্তায় হাতির পাল চলে আসায় নিয়ন্ত্রণ হারায় তাঁরা। আর এই কারণেই তাঁদের মৃত্যু হতে থাকতে পারে। একই অনুমান বনদপ্তরেরও। এই ঘটনায় তোতাপাড়া চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে।