উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার ছয় দিনের সফরে আমেরিকায় যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তার ঠিক আগের দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের কাছে ফোন গেল হোয়াইট হাউস থেকে। সোমবার ইউনূসকে ফোন করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। কথা হয় মানবাধিকার, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে।
সুলিভানের সঙ্গে ইউনূসের ফোনালাপের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের মানবাধিকার রক্ষার বিষয়টি উঠে এসেছে আলোচনায়। দুজনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। মানবাধিকার রক্ষা এবং সেটিকে সম্মান জানানোর ক্ষেত্রে আমেরিকার সঙ্গে সহমত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
বাংলাদেশে গণতন্ত্র এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছে আমেরিকা। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করছেন, সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছে অনেকটাই। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মানবাধিকারের ‘পাঠ’ দিল আমেরিকা।