উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) ব্রহ্মচারীর গ্রেপ্তারির পর থেকে ফের উত্তপ্ত রয়েছে বাংলাদেশ (Bangladesh)। গ্রেপ্তারি নিয়ে টানাপড়েনের মধ্যেই চিন্ময় কৃষ্ণ ও ইসকনের (ISKCON) সঙ্গে যুক্ত ১৬ জনের ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার নির্দেশ দেওয়া হল। জানা গিয়েছে, ৩০ দিনের জন্য অ্যাকাউন্টগুলি ‘ফ্রিজ’ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন প্রান্তে। গতকাল রাতেও চট্টগ্রামে সংখ্যালঘুদের একাধিক ধর্মীয় স্থানে হামলার অভিযোগ উঠেছে।
ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করেছে বাংলাদেশ হাইকোর্ট। ইসকনের প্রাক্তন কর্তা চিন্ময় কৃষ্ণ অবশ্য জেলেই রয়েছেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ।
চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে সরব হয়েছেন আমেরিকার ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রাক্তন কমিশনার জনি মুর ও ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান। মুরের মতে, স্পষ্টই বোঝা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস ব্যর্থ হচ্ছেন। কারণ, বাংলাদেশে এমন কোনও সংখ্যালঘু সম্প্রদায় নেই যারা বিপন্ন বোধ করছে না। মুরের মতে, কেবল সংখ্যালঘু নয়, গোটা বাংলাদেশের অস্তিত্বের সংকট।