উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) গণআন্দোলনের জেরে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতন হয়েছে। কিন্তু গণতন্ত্র ফিরতে এখনও দেড় বছরের অপেক্ষা? এমনটাই জানালেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অব লর্ডস’-এ মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত আলোচনাসভায় সাখাওয়াত জানিয়েছেন, ২০২৬ সালের মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন হতে পারে। অগাস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে। এরপর অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানান, ২০২৫ সালে নির্বাচন করা সম্ভব। এবার নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টার মন্তব্য ঘিরে সদিচ্ছা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।
আসিফের ব্যাখ্যা ছিল- নির্বাচনের জন্য অনেকগুলি ধাপ রয়েছে। নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি প্রয়োজন। দ্রুত ভোটের আয়োজনের জন্য পদক্ষেপের দাবি তোলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি (BNP)। ভোট পরিচালনার জন্য নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গত ৩০ অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গড়ে ইউনূস সরকার। সরকারের তরফে জানানো হয়েছিল, ছয় সদস্যের সার্চ কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের ক্ষেত্রে দু’জন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। তাঁদের মধ্যে থেকে কোনও একজনের নাম বেছে নেওয়া হবে। কিন্তু তারপরও নতুন নির্বাচন কমিশনের ভোটের আয়োজন করতে এতটা সময় কেন লাগবে, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।