উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। চট্টগ্রামে (Chattogram) সেখানকার সংখ্যালঘুদের প্রতিবাদ মিছিলে সংঘর্ষ হয় বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে এক আইনজীবীর। মৃতের নাম, সাইফুল ইসলাম ওরফে আলিফ। তিনি একজন শিক্ষানবীশ আইনজীবী ছিলেন।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার হিন্দু জাগরণ ঐক্য মঞ্চের আহ্বায়ক চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত জেলে পাঠানোর নির্দেশ দিলে সনাতনীরা প্রতিবাদে সরব হন। জামিনের আবেদন খারিজ হতেই প্রিজন ভ্যান ঘিরে ধরে প্রতিবাদ শুরু হয়। দীর্ঘক্ষণ প্রিজন ভ্যান আদালত চত্বরে আটকে থাকে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী চেষ্টা করেও প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণ থেকে বের করে কারাগারে নিতে পারেনি। বেশ কিছুক্ষণ পর কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া এবং লাঠিচার্জ করা হলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। আইনজীবীর মৃত্যুর ঘটনায় বুধবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশের হিন্দুদের প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে ইউনূস সরকার। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ওপার বাংলা। অবিলম্বে চিন্ময় দাসকে মুক্তির দাবি জানানো হয়।