উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। এবার তারই পালটা দিল বাংলাদেশ। ভারতের মন্তব্যকে ‘ভিত্তিহীন ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী’ বলে জানিয়েছে ঢাকা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই সন্ন্যাসীর গ্রেপ্তারির ঘটনার ‘অপব্যাখ্যা’ করেছে কোনও কোনও মহল।, বাংলাদেশের সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ শুধু যে ঘটনাকে ভুল ভাবে তুলে ধরে তাই নয়, দুই দেশের মধ্যে বন্ধুত্বের যে আবেগ সেটাকেও অস্বীকার করে।’
গত সোমবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন তখনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দারা। ভারতের বিদেশ মন্ত্রক মঙ্গলবারই বিবৃতি দিয়ে এই গ্রেপ্তারিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে আখ্যা দেয়। মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশের সরকারকে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আবেদন জানাচ্ছি। এমনকি চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর শান্তিপূর্ণ প্রতিবাদী সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য রাখছি।’
বাংলাদেশের বিদেশমন্ত্রকের অবশ্য দাবি, ‘ভারতের বক্তব্যে বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সম্প্রীতির বাতাবরণ রয়েছে, এবং তা বজায় রাখতে সরকারের যে চেষ্টা রয়েছে, তার কোনও প্রতিফলন নেই।’ তাঁরা জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের কোনও বাধা ছাড়াই নিজের নিজের ধর্মাচরণ করার পূর্ণ অধিকার রয়েছে। প্রসঙ্গত মাস খানেক আগে বাংলাদেশে দুর্গাপুজোর আয়োজনের প্রসঙ্গও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকারের তরফে এও জানানো হয়েছে, এই দেশে বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এবং সরকার কখনই বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করে না।