মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Bangladesh | ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষের অঙ্গীকার’, বার্তা ইউনূসের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষের অঙ্গীকার’। সম্প্রীতির বাংলাদেশ গড়ার ডাক দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)।

বাংলাদেশে (Bangladesh) পয়লা বৈশাখে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা দেন ইউনূস। সেখানে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইউনূস লিখেছেন, ‘বাঙালির চিরায়ত ঐতিহ্যে পহেলা বৈশাখ বিশেষ স্থান দখল করে আছে। এটি বাঙালির সম্প্রীতির দিন, মহামিলনের দিন। নববর্ষের এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে, নব-অঙ্গীকারে।’

পাশাপাশি তিনি লেখেন, ‘আসুন আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি।’ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে ইউনূস লিখেছেন, ‘২৪-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।’

পাশাপাশি নববর্ষে সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও। তিনি বলেন, ‘আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। হানাহানি, বিদ্বেষ চাই না। আমাদের নিজস্ব মতামত থাকবে, সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব। কিন্তু আমাদের একে অপরের প্রতি যাতে শ্রদ্ধাবোধ থাকে, সে দিকে নজর রাখতে হবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Pope | পোপ ফ্রান্সিসের পর কে হবেন ক্যাথলিক গির্জার পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?

ভ্যাটিকান সিটি: মুকুট পড়ে আছে, রাজা নেই। ৮৮ বছর...

UPSC | ফল প্রকাশ হল ইউপিএসসি-র, শীর্ষস্থানে উত্তরপ্রদেশের মেয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার প্রকাশিত হল সর্বভারতীয় সিভিল...

Rahul Gandhi | ‘আপস করেছে কমিশন’, বস্টনে বিস্ফোরক রাহুল

ওয়াশিংটন ও নয়াদিল্লি: বিদেশ সফরে গিয়ে মহারাষ্ট্র বিধানসভা ভোটে...

Washington | চলতি সপ্তাহেই চুক্তি! রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প

ওয়াশিংটন: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে মরিয়া ট্রাম্প।...