উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন তিনি। ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিনের এই সম্মেলনে যোগ দিতে আসছেন বলে জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দলিব ইলিয়াস। পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকও হবে বলে জানিয়েছেন ডেপুটি হাইকমিশনার।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে বসতে চলেছে জি-২০ সম্মেলন। বিশ্বের রাষ্ট্রনেতারা এই বৈঠকে যোগ দেবেন। ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।