উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের উৎসব ঘিরে প্রতিবছরই আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। তবে এবার সেই চিত্র আর ধরা পড়বে না বাংলাদেশে (Bangladesh)। কারণ সেদেশে এবার বর্ষবরণের উৎসব (New Year Celebration) ঘিরে নানা বিধিনিষেধ (Restrictions) জারি করেছে ইউনূসের সরকারের পুলিশ। ‘থার্টি ফার্স্ট নাইট’ পালনের জন্য নামকরা কক্সবাজার, টেকনাফ সহ বিভিন্ন সমুদ্রসৈকতে প্রকাশ্যে গানবাজনার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি নিষেধাজ্ঞা রয়েছে আতশবাজি ফাটানোর উপরও।
বাংলাদেশের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণভাবে বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজারের জেলাশাসক মহম্মদ সালাউদ্দিন জানান, ৩১ ডিসেম্বর উপলক্ষে সৈকত পর্যটনকেন্দ্রগুলির কোথাও প্রকাশ্যে কনসার্ট বা অন্য কোনও অনুষ্ঠান করা যাবে না। সৈকতে আতশবাজি, পটকা ফাটানোও নিষিদ্ধ। তবে প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে কয়েকটি বড় হোটেলে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকবে পুলিশ। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ওই এলাকাগুলিতে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি ছাড়া কাউকে সৈকতে নামতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কক্সবাজার ও টেকনাফ এলাকার বিচ রিসর্ট এবং হোটেলগুলিতে গত তিন দশক ধরেই জনপ্রিয় বর্ষবরণ উৎসব। দেশ-বিদেশের প্রায় লক্ষাধিক পর্যটক এই সময় জমা হন সেখানে। কিন্তু সেই উৎসবের উপর এবার বিধিনিষেধ জারি করল অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশ সরকারের এই বিধিনিষেধের সমালোচনা করেছেন কিছু ব্যক্তি এবং পর্যটকরা।