চ্যাংরাবান্ধা: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার ভারত থেকে আমদানি বাণিজ্যের সময়সীমা কমিয়ে দিল বাংলাদেশ। জানা গিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রণালয়ের তরফেও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানেও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। তাই এ নিয়ে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যার কারণে বৈদেশিক বাণিজ্য করার ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি যাতে আরও কঠোরভাবে মেনে চলা হয় সেদিকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে সীমান্তে দুই দেশের প্রশাসন এবং ব্যবসায়ীক প্রতিনিধিদের উপস্থিতিতে সম্প্রতি একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানেই আলোচনার মাধ্যমে বাণিজ্যের সময়সীমা কমিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের তরফে ভারতীয় ব্যবসায়ীদেরও জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে।
বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরের যুগ্ম কমিশনারের দপ্তরের ডেপুটি কমিশনারের তরফে বর্তমান করোনা পরিস্থিতিতে কীভাবে বৈদেশিক বাণিজ্য করা হবে, সেই সংক্রান্ত একটি নির্দেশিকা ভারতের শুল্কদ প্তর, ইমিগ্রেশন চেকপোস্ট, বিএসএফ ও ব্যবসায়ীক প্রতিনিধিদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সকাল সাতটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বাণিজ্য করা হবে। এতদিন সকাল থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত ও ভুটান থেকে পণ্য আমদানি করতেন।
চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিমল কুমার ঘোষ বলেন, ‘যাবতীয় স্বাস্থ্যবিধি ও প্রশাসনের নির্দেশিকা মেনেই এখান দিয়ে বৈদেশিক বাণিজ্যের কাজ করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের তরফে ভারত থেকে পণ্য নেওয়ার সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে।