নয়াদিল্লি: বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার (Bangladesh Unrest) প্রভাব ভারতেও পড়েছে। শুধু রাজনৈতিক প্রভাব নয়, পর্যটনেও নেতিবাচক প্রভাব লক্ষণীয়। কেন্দ্রীয় অভিবাসন দপ্তরের রিপোর্ট বলছে, ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসার কাজে ভারতে নিয়মিত আসেন বাংলাদেশিরা। সেই আসার ঢল অনেকটাই কমে গিয়েছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ভারতে বাংলাদেশি পর্যটকের (Bangladesh Tourists) সংখ্যা অনেকটাই কমেছে।
২০২৪ সালের অগাস্ট পর্যন্ত ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ১২.৯ লক্ষ, যা ২০২৩ সালের ২১.২ লক্ষের তুলনায় ৩৯ শতাংশ কম। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রক জানিয়েছে, ২০২৩ সালে ২১.২ লক্ষ বাংলাদেশি পর্যটক ভারতে এসেছিলেন, যেখানে ২০২২ সালে এই সংখ্যা ছিল ১২.৭ লক্ষ।
২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা লক্ষণীয়ভাবে কমে যায়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) পদত্যাগ এবং নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এই প্রবণতা দেখা গিয়েছে।
জুলাই মাসে বাংলাদেশি পর্যটক সংখ্যা ২০.২৬ শতাংশ কমে ১,৫৭,০৮৬-এ নেমে আসে, যেখানে ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১,৯৬,৯৯১। অগাস্টে পরিস্থিতি আরও খারাপ হয়। ২০২৩ সালের ১,৬০,১৬৪ পর্যটকের তুলনায় ২০২৪ সালে সংখ্যাটা কমে হয় ৯৯,১৭৩ (৩৮.০৮ শতাংশ)। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি ভিসা (Visa) নিষেধাজ্ঞার কারণে আরও জটিল হয়েছে। একটি ভ্রমণ সংস্থার কর্ণধার দেবজিৎ দত্তের কথায়, ‘বাংলাদেশ ভারতীয় পর্যটন বাজারের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। শুধু ব্যবসায়িক ও চিকিৎসা ভিসা দেওয়া হলেও সেগুলি পেতেও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সেই কারণেই এই অবস্থা।’