সাগর বাগচী, শিলিগুড়ি: হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh Unrest)। এই পরিস্থিতিতে বয়কটের ডাক দিয়ে শিলিগুড়ির (Siliguri) হোটেল, নার্সিংহোমে বাংলাদেশিদের পরিষেবা না দেওয়ার আবেদন জানাল হিন্দু জাগরণ মঞ্চ (Hindu Jagran Manch)। বিষয়টি নিয়ে মঞ্চের তরফে শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন ও নার্সিংহোমগুলিতে চিঠি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত নাগরিকের ভিসা বাতিলের দাবিতে সংগঠনের তরফে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে। শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠন অবশ্য জাগরণ মঞ্চের আবেদন গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ উঠছে। সম্প্রতি সেখানে চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গজুড়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। যার সমর্থনে পোস্টারিং চলছে। ভারতের জাতীয় পতাকা প্রণাম না করে যে চেম্বারে প্রবেশ করা যাবে না, তা শিলিগুড়ির এক চিকিৎসক আগেই জানিয়েছেন। বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে সমস্ত চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে মঞ্চের তরফে বাংলাদেশ বয়কটের ডাক দিয়ে পরিষেবা না দেওয়ার আবেদন জানানো হয়।
বিষয়টি নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্তের কোষাধ্যক্ষ প্রেমলাল আগরওয়াল বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের বাড়িতে লাগাতার হামলার পাশাপাশি ভাঙচুর, লুটপাট চলছে। যেই দেশ হিন্দুদের ওপর আক্রমণ করে সেই দেশের মানুষকে কোনও সহযোগিতা করা যাবে না। ভারতীয় জাতীয় পতাকার বাংলাদেশে অবমাননা করা হয়েছে। বাংলাদেশে বয়কটের মাধ্যমে যোগ্য জবাব দিতে হবে।’
শিলিগুড়িতে চিকিৎসা, পড়াশোনা, পর্যটনের জন্য বছরভর বহু মানুষ বাংলাদেশ থেকে আসেন। এদেশ থেকে বাংলাদেশিরা বছরভর বিভিন্ন সুযোগ, সুবিধা নিয়ে থাকেন। মঞ্চের শিলিগুড়ি মহানগরের সংযোজক অমিত কুমার বলেন, ‘বাংলাদেশে পণ্য পাঠানো এমনিতে কমে গিয়েছে। সেটা একেবারে বন্ধ করে দিতে হবে। পাশাপাশি ওই দেশের নাগরিকদের সমস্ত ভিসা দেওয়া বন্ধ করে দিতে হবে। যেভাবে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই।’ অমিতের সংযোজন, ‘হিন্দুদের উপর আক্রমণ বন্ধ এবং চিন্ময় কৃষ্ণর নিঃশর্ত জামিন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া উচিত।’
ওপার বাংলায় হিংসাত্মক পরিস্থিতির জেরে এমনিতে বাংলাদেশিদের এদেশে আসা কমে গিয়েছে। মালদার হোটেল মালিক সংগঠনগুলি বাংলাদেশের নাগরিকদের বয়কট করেছে। তবে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা এখনও সেই পথে হাঁটেনি। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষের কথায়, ‘হিন্দু জাগরণ মঞ্চের এখনও কোনও চিঠি পাইনি। তবে মঞ্চের তরফে বাংলাদেশিদের পরিষেবা না দেওয়ার বিষয়ে যে আবেদন করা হয়েছে, তা কমিটিতে আলোচনা করে সিদ্ধান্তের কথা জানানো হবে। মঞ্চের তরফে যে আবেদন করা হয়েছে, তা যুক্তিযোগ্য।’