উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। এপার বাংলায় পরিচালক সৃজিত মুখার্জির ‘পদাতিক’ ছবিতেও মৃণাল সেনের চরিত্রে দেখা গিয়েছে। তবে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নীরবই রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা দেখা মেলে না তাঁর। এসবের মাঝেই বুধবার সন্ধ্যায় জানা যায় যে বাংলাদেশে গৃহবন্দি (House arrest) অবস্থায় রয়েছেন অভিনেতা। সেই খবর দাবানলের গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে।
এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, নিউ ইয়র্ক যাচ্ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Bangladeshi actor)। কিন্তু ঢাকা বিমানবন্দরে তাঁর সফর বাতিল করে দেয় বাংলাদেশি সেনা। তারপর নাকি তাঁকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবরটি ঘিরে দুই বাংলায় শোরগোল পড়তেই অবশেষে সত্যিটা জানালেন অভিনেতা। এই গৃহবন্দি থাকার খবরটি ‘মিথ্যা’ বলে দাবি করেছেন তিনি (Fake news)। অভিনেতা বলেন, ‘আমি নিরাপদে আছি, ওগুলো মিথ্যে খবর।’ এর চেয়ে বেশি আর কোনও মন্তব্যই করেননি তিনি।
প্রসঙ্গত, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পালটে গিয়েছে। সংখ্যালঘুদের উপর অত্যাচার, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নানা ইস্যুতে উত্তপ্ত রয়েছে ওপার বাংলার পরিস্থিতি। একই সঙ্গে বেড়েছে ভারত-বিদ্বেষ। সেই আবহেই অভিনেতাকে নিয়ে এমন খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ে চারিদিকে।