করণদিঘি: সীমান্তে বিএসএফের (BSF) হাতে ধরা পড়ল তিন বাংলাদেশি যুবক (Bangladeshi arrest)। জানা গিয়েছে, অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরোতে গিয়েছিল তারা। হাতেনাতে পাকড়াও করে বিএসএফ। এরপর তাদের তুলে দেওয়া হয় করণদিঘি থানার পুলিশের (Karandighi police) হাতে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কিশনগঞ্জ (Kishanganj) ৭২ নম্বর ব্যাটালিয়নের বিওপি বোর্রা চৌকির ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালানোর সময় বিএসএফের হাতে ধরা পড়ে তিন বাংলাদেশি। তাদের বাড়ি বাংলাদেশের (Bangladesh) ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার ধুকুরিয়া, আমগাঁওজামুন, আমজাগাঁও খানপুর গ্রামে। তাদের কাছ থেকে ১০,২৭৮ টাকার মাদক, ১,৬১৭ টাকার সামগ্রী সহ ৮,০০৭ ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে। সোমবার করণদিঘি ব্লক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার পর করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত দু’দিনে ২,১০,৩৭১ টাকা মূল্যের গবাদি পশু ও মাদক উদ্ধার করা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে।