কান্দি: ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল কান্দি থানা। রবিবার ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে মুর্শিদাবাদের কান্দি এলাকায়। ধৃতের নাম মহির মোল্লা। হিজলের গোপালপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে মহির বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। এরপর বিয়ে করে গোপালপুরে সংসার পাতে ওই তরুণ। পরিযায়ী শ্রমিক হিসেবে মহির মুম্বইয়ে কাজ করত। সেখান থেকে সম্প্রতি বাড়ি ফেরে সে। পুলিশও তক্কেতক্কে ছিল। শনিবার রাতভর অভিযান চালিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ধৃতকে কান্দি আদালতে তোলা হয়। বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। বৈধ কোনও কাগজ ছাড়া মহির মোল্লা কীভাবে প্রায় দুই দশক ভারতে থাকল, কার মদতে ওই বাংলাদেশি এতদিন ভারতে আত্মগোপন করেছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।