উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ইসকনের বিশিষ্ট সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস প্রভুর (Chinmay Prabhu) জামিনের (Bail) আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত (Chittagong’s Metropolitan Mesgistrate Court)। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে জেল হেপাজতের (Judicial custody) নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬। মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম জেলা আদালতে পেশ করা হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় প্রভুকে আদালতে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, এদিন চিন্ময় প্রভুর হয়ে চট্টগ্রামের জেলা আদলাতে ৫১ জন আইনজীবী সওয়াল করেছেন।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মাত্রা বেড়েছে। এর প্রতিবাদে পড়শি দেশটিতে আন্দোলনে নেমেছেন সংখ্যালঘুরা। তাঁদেরই নেতৃত্ব দিচ্ছেন চিন্ময় প্রভু। গত ২৫ অক্টোবর চট্টগ্রামে এক বিশাল সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে চিন্ময় প্রভুর বিরুদ্ধে। চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর গত ৩১ অক্টোবর চিন্ময় দাস সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা। এরপর তাঁকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
এদিকে চিন্ময় প্রভুর গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় আন্দোলনে নেমেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে খবর। তাঁর গ্রেপ্তারি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও।