উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চোরাপথে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল নির্মাণ শ্রমিকের কাজে। দেশে ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়ে গেল একদল বাংলাদেশি। সোমবার রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার পুলিশ একসঙ্গে গ্রেপ্তার করে ৪১ জন বাংলাদেশিকে। ধৃতদের বেশিরভাগের বাড়ি রাজশাহী জেলায় এবং তাঁদের সকলের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এই অবৈধ অনুপ্রবেশকারীদের এদিন তোলা হয়েছে লালবাগ আদালতে।
জেলা পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও একসঙ্গে এত বিদেশী নাগরিক ধরা পড়েননি। মুর্শিদাবাদ পুলিশের এটি একটি বড় সাফল্য। এসডিপিও (ভগবানগোলা) উত্তম গড়াই মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে জানান, ‘সোমবার রাতে গোপন সূত্রে আমরা খবর পাই বেশ কিছু বাংলাদেশি নাগরিক গোপনে রানিতলা থানার নশিপুর-সাহেবনগর এলাকা দিয়ে বাংলাদেশে চলে যাবার চেষ্টা করছে। এরপর একটি পুলিশ দল ওই এলাকায় গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।‘
পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিকেরা গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ এবং অন্য রাজ্যের সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে মূলত দক্ষিণ ভারতের বিভিন্ন নির্মাণস্থলে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ধৃত বাংলাদেশি নাগরিকদের কাছে কোনও বৈধ পরিচয় পত্র ছিল না। তাঁরা ভারতের এবং বাংলাদেশের কিছু দালালদের সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করতে চলে গিয়েছিলেন। পুলিশের অনুমান, শুখা মরশুমে নদীর জল যখন কমে যায় সেই সময় নদী পার হয়ে অবৈধভাবে ভারতে চলে আসেন এই অনুপ্রবেশকারীরা। তবে ধৃত ব্যক্তিদের কাছ থেকে সন্দেহজনক কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।