হবিবপুর: বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি পাচারকারীর। শুক্রবার রাতে হবিবপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের বিশামপুর বিওপি এলাকায় ঘটনাটি ঘটেছে। সেই সঙ্গে, ভারত-বাংলাদেশ সীমান্তের কেদারিপাড়া এলাকা থেকেও দুজন পাচারকারীকে আটক করেছে বিএসএফ। তাদের মধ্যে একজন বাংলাদেশি বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
কুয়াশার কারণে পাচারকারীরা আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। শুক্রবার রাতে বিশামপুরে মোতায়েন বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দেখতে পান, অন্ধকার আর কুয়াশার মধ্যে একদল পাচারকারী বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময় বিএসএফ জওয়ানরা তাদের থামতে বলেন। কিন্তু পাচারকারীরা জওয়ানদের কথায় পাত্তা না দিয়ে উলটে তাঁদেরই হুঁশিয়ারি দেয়। এরপর বিএসএফের ওপর হামলা করে। তখন জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। শনিবার একটি কালভার্টের কাছ থেকে মৃত পাচারকারীর দেহ উদ্ধার হয়। এরপর বিষয়টি বিএসএফের তরফে হবিবপুর থানায় জানানো হলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতের নাম, সে বাংলাদেশের কোন এলাকার বাসিন্দা, তা জানার চেষ্টা করছে বিএসএফ ও পুলিশ।