হিলি: ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে পাকড়াও বাংলাদেশি কিশোর (Bangladeshi Infiltration)। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে হিলি (Hili) থানার বালুপাড়া বিওপির সীমান্ত এলাকায়। বিএসএফের (BSF) হাতে ধরা পড়তেই ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের পর হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার ওই কিশোরকে গ্রেপ্তার করে জুভেনাইল জাস্টিস বোর্ডে (Juvenile Justice Board) পেশ করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত ওই কিশোরের নাম অপন চন্দ্র সিংহ (১৭)। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার থুমনিয়া গ্রামে। অবৈধভাবে অনুপ্রবেশের সময় ঘটনাটি ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত এক জওয়ানের নজরে আসে। এরপর ওই কিশোরকে পাকড়াও করার পরই ঘটনাস্থলে বিএসএফের আধিকারিকেরা পৌঁছায়। ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের পর রাতেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হিলি থানার পুলিশ হাতে হস্তান্তর করে ১৫১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ। ওই কিশোরকে গ্রেপ্তারের পর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হিলি থানার পুলিশ।