রাজগঞ্জ: ‘জেলে থাকলেও প্রাণে বেঁচে থাকব, মরব তো না’। বেঁচে থাকার আশায় এই ভেবেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এক যুবক জীবন বর্মন। এপারে প্রবেশ করতেই যদিও ওই যুবক ধরা পড়েছে বিএসএফের (BSF) হাতে।
জিজ্ঞাসাবাদের সময় সীমান্তরক্ষী বাহিনীকে বাংলাদেশি যুবক (Bangladeshi) জানিয়েছেন, রংপুরে চিন্ময় প্রভুর সভায় মিছিল নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে তাঁর নামে ওয়ারেন্ট বেরিয়েছে। কয়েকদিন ধরে বাড়ি ছাড়া ছিলেন তিনি। যদিও আইনি লড়াই লড়তে ভয় পান না তিনি। কিন্তু বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি ভয়াবহ। ওই বাংলাদেশি যুবকের মতে, পুলিশ ধরে নিয়ে যাওয়ার পথেই মৌলবাদীরা তাঁকে হয়তো প্রাণে মেরে ফেলবে। তাই প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছে।
পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই যুবকের বাড়ি রংপুরের ঠাকুরগাঁও এলাকায়। বুধবার ঘন কুয়াশার সুযোগে ভারত-বাংলাদেশ সীমান্তের (India-Bangladesh Border) মদনবাড়ি-ট্যাপরা ভিটা সীমান্ত চৌকির পাশে করোতোয়া নদীর সেতুর নীচ দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। সেই সময় সীমান্তে পাহারারত বিএসএফের হাতে ধরা পড়ে যান ওই যুবক। এরপর বুধবার দুপুরেই ওই যুবককে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এদিনই পুলিশ ধৃত বাংলাদেশি যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে।