দীপেন রায়, মেখলিগঞ্জ: ভারতের বিভিন্ন জায়গায় একের পর এক বাংলাদেশি জঙ্গি ধরা পড়ছে। সেই কারণে দিল্লি, মুম্বই সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সেই ভয়ে মুম্বইয়ে থাকা বাংলাদেশিরা দেশে ফিরে যেতে সোমবার রাতে জড়ো হয়েছিল মেখলিগঞ্জের ভোটবাড়িতে। কিন্তু শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে ভোটবাড়ির কৃষিফার্ম সংলগ্ন এলাকা থেকে দুই শিশু সহ ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার (Bangladeshis Arrested) করে বিএসএফ।
মঙ্গলবার মেখলিগঞ্জ (Mekhliganj) থানার হাতে তুলে দেওয়া হয় তাদের। বিএসএফ (BSF) জানিয়েছে, ধৃত চার বাংলাদেশি হল কাবিল শরিফ, তার স্ত্রী হাজেরা শরিফ। তাদের দুই সন্তান ইরফান শরিফ ও ইব্রাহিম শরিফ। ওই একই রাতে কৃষিফার্ম সংলগ্ন অন্য এলাকা থেকে আরেক বাংলাদেশি মহম্মদ নাদিল সর্দারকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে মিঠুন রায় নামে এক ভারতীয় পাচারকারীকেও গ্রেপ্তার করে বিএসএফের ৯৮ ব্যাটালিয়ন। আবার কুচলিবাড়ি সীমান্তের করণ আউটপোস্টে ওই রাতে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে বিএসএফ।
বিএসএফ সূত্রে খবর, কয়েক বছর আগে নাদিল ও কাবিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। পরবর্তীতে কাবিল তার স্ত্রীকেও নিয়ে আসে। ভারতে রীতিমতো সংসার করেছিল কাবিল। ভারতেই জন্ম হয়েছে তার দুই ছেলের। করণ আউটপোস্টে যে বাংলাদেশি মহিলা ধরা পড়েছে সেও নাদিল ও কাবিলদের সঙ্গে থাকত মুম্বইয়ে। তাদের সকলের বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। মুম্বই থেকে একইসঙ্গে এসে মেখলিগঞ্জে ভাগ হয়ে দেশে ফেরার পরিকল্পনা করেছিল তারা। তাদের কাছে জাল ভারতীয় পরিচয়পত্র রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।