শিলিগুড়ি: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দু নাগরিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়। সম্প্রতি এই অত্যাচারের প্রবণতা আরও বেড়েছে। হিন্দুরা যেমন আক্রান্ত হচ্ছে, তেমনই মন্দির ও হিন্দুদের ঘরবাড়িও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে, বাংলাদেশী নাগরিকদের হোটেল থাকতে দেওয়ার বিরোধীতায় নামল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের তরফে এদিন গ্রেটার শিলিগুড়ি (Siliguri) হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষের হাতে একটি স্মারকলিপি দিয়ে বাংলাদেশিদের সমস্তরকম পরিষেবা দেওয়া বন্ধ করার আর্জি জানানো হয়। পাশাপাশি কোনও বাংলাদেশি বোর্ডার হোটেলে থাকলে তাদের দ্রুত হোটেল ছেড়ে চলে যেতে বাধ্য করার দাবিও জানান বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্তারা।
এই বিষয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চর সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, ‘যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। শিলিগুড়ির কোনও হোটেলে যাতে বাংলাদেশীদের ঠাঁই না-দেওয়া হয়, সেই দাবি হোটেল মালিকদের জানানো হয়েছে। আগামীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসক সংগঠনের কাছেও এই দাবি জানানো হবে, যাতে তারা কোন বাংলাদেশীকে পরিষেবা না দেন।’ শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, বাংলাদেশীদের থাকতে দেওয়া হবে কি না, সেটা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।