কোচবিহার: নিজের ভাষণে রাজবংশী সম্প্রদায়কে ‘পা’য়ের সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ তুলে তাঁর ক্ষমা প্রার্থনার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন। মঙ্গলবার দুপুরে কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন বংশীবদন। সেখানে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন আমার এক হাত হিন্দু, আরেক হাত মুসলিম। আমার এক চোখ পাঞ্জাবী, আর এক চোখ খ্রিস্টান।’ এরপরে তিনি বলেছেন, ‘আমার এক পা রাজবংশী।’ আর এই বিষয়টি একেবারেই ভালোভাবে নেননি বংশীবদনবাবুরা।
এদিন গ্রেটার নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের রাজবংশীদের জন্য রাজবংশী ভাষা আকাদেমি, রাজবংশী উন্নয়ন বোর্ড সহ বেশ কিছু উন্নয়ন করেছেন। কিন্তু তার মানে এই নয় যে আমাদের জাতিকে অপমান করবেন।’ বংশীবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী তাঁর এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করুন। না হলে রাজবংশীদের কাছে ক্ষমা চান।’ আর তা না হলে এ নিয়ে তাঁরা আন্দোলন নামবেন বলে হুঁশিয়ারি দেন বংশীবাবু। তিনি জানান, প্রয়োজনে তিনি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েও এই আন্দোলন করবেন। কিন্তু জাতির অপমান তিনি কোনওভাবেই মেনে নেবেন না।