Sunday, July 7, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গSiliguri | চুরিচক্রে বানজারা বৌ, উদ্বেগ বাড়ছে শহরে

Siliguri | চুরিচক্রে বানজারা বৌ, উদ্বেগ বাড়ছে শহরে

শিলিগুড়ি: ভিক্ষার আড়ালে শহরে চুরির চক্র গজিয়ে উঠেছে। সম্প্রতি শিলিগুড়ির বিভিন্ন থানায় এধরনের অভিযোগ জমা পড়েছে রাস্তায় বাচ্চা কোলে ঘুরে বেড়ানো বানজারাদের একটা অংশের বিরুদ্ধে। অভিযোগ, বাচ্চা কোলে নিয়ে এসে ভিক্ষার করার সময় একটু সুযোগ পেলেই হাত সাফাইয়ের ঘটনা ঘটিয়ে ফেলছে।

মঙ্গলবার রাতে জ্যোতিনগর এলাকায় একটি চুরির ঘটনায় কোলে ছয় মাসের বাচ্চা সমেত এক বানজারা মহিলাকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃত ওই মহিলার কাছ থেকে চুরি করা সোনার সমস্ত সামগ্রীও উদ্ধার করা হয়েছে। ধৃত ওই মহিলার নাম বাবুনি বেদ। সে নিজেকে পশ্চিম বর্ধমানের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছে।

বুধবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। শিশু ছয় মাসের হওয়ায় মায়ের সঙ্গেই রয়েছে সে। পুলিশের অনুমান, ওই মহিলা একা নয়, তার একটা টিমও রয়েছে। ওই টিমের খোঁজ করছে পুলিশ।

শুধু একটা ঘটনাই নয়, মাস কয়েক আগে সেবক রোড এলাকাতেও এক ব্যক্তিকে কয়েকজন বানজারা ঘিরে ফেলে বলে অভিযোগ ওঠে। ঘিরে ধরে ওই ব্যক্তির পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, শহরে বাড়তে থাকা চুরির পেছনে বানজারাদের একটা অংশও কাজ করছে।

গত মাসের ৩০ তারিখ জ্যোতিনগরের এক বাড়িতে এই ঘটনা ঘটে। ওই মহিলা প্রথমে তিনতলায় উঠে যায়। অভিযোগ, সেখানে বাড়ি মালিকের বিষয়টা নজরে আসতেই ওই মহিলা জানায় সে ভিক্ষা করতে এসেছে। এর কিছুক্ষণ পরেই ওই বাড়ির নীচের তলায় থাকা ভাড়াটের নজরে আসে, তঁার ঘরের আলমারি ভাঙা রয়েছে, খোয়া গিয়েছে দুই লক্ষ টাকার সোনা। এরপর চলতি মাসের এক তারিখ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করতেই তদন্তে নামে পুলিশ। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে পুলিশের নজরে পড়ে বাবুনি নামের ওই মহিলা বাড়ির ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর মঙ্গলবার ইসকন রোড এলাকায় বাবুনিকে প্রথমে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে চুরি করা ওই সমস্ত সোনা উদ্ধার করে পুলিশ।

সেবক মোড় সহ বিভিন্ন মোড়ে দঁাড়িয়ে থাকা এই বানজারাদের বিরুদ্ধে এর আগেও রাস্তা থেকে ভিক্ষার আড়ালে চুরির অভিযোগ উঠেছিল। এমনকি দিনকয়েক আগেও এধরনেরই এক বানজারা মহিলা কোলে শিশু নিয়ে সেবক রোডের একটি বাড়িতে ঢুকে পড়েছিল। যদিও সে যাত্রায় কোনও অভিযোগ দায়ের না হওয়ায় পরবর্তীতে সে ছাড়া পেয়ে গিয়েছিল।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

চপ-সিঙারার বদলে খেতে পারেন স্বাস্থ্যকর স্ন্যাকস, জানুন কী কী…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির খাবারের প্রতি টান অদম্য। আর তাতে যদি হয় চপ, সিঙারা আর তেলে ভাজা তবে তো আর কথাই নেই। কোলেস্টেরল,...

Satyendar Jain | আরও বিপাকে জেলবন্দি সত্যেন্দ্র! ঘুষ নেওয়ার অভিযোগ আপ নেতার বিরুদ্ধে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থাতেই আরও বিপাকে পড়লেন আপ নেতা তথা দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendar Jain)। তাঁর বিরুদ্ধে ৭ কোটি টাকা...

Alipurduar Hospital | জেলা হাসপাতালে হচ্ছে আলাদা অক্সিজেন প্ল্যান্ট, হাইব্রিড সিসিইউ চালুর তোড়জোড়

0
অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: অবশেষে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar Hospital) শুরু হতে চলেছে হাইব্রিড সিসিইউ (Hybrid CCU)। বছর দুয়েক আগে হাইব্রিড সিসিইউয়ের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি...

রথের দিন সন্ধ্যায় বাড়িতেই বানিয়ে নিন জিলিপি, জানুন রেসিপি…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রথের দিন জিলিপি খাবে না, এরম বাঙালি বোধহয় খুব কমই আছে। রথের মেলায় গিয়ে একটু জিলিপির দোকান আর লটকার দোকানে...

Alipurduar | পরিদর্শন এড়াচ্ছেন জনপ্রতিনিধিরা, মাদারিহাটে নদীভাঙনে ক্ষুব্ধ বাসিন্দারা

0
মোস্তাক মোরশেদ হোসেন, রাঙ্গালিবাজনা: আলিপুরদুয়ারের (Alipurduar) মাদারিহাট-বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি ও রাঙ্গালিবাজনায় একের পর এক মহল্লা গ্রাস করে চলেছে মুজনাই নদী (Mujnai River)। ১৬ জুন...

Most Popular